

খুব সহজেই আপনি ফেসবুকের যে কোন গ্রুপে ড্রপবক্সের ফাইল শেয়ার করতে পারবেন। ফাইল শেয়ার করার জন্য আপনাকে নিচের ধাপসমূন অনুসরণ করতে হবে।
১। প্রথমে ফেসবুক গ্রুপস হতে যে কোন একটি গ্রুপে যান এবং Add File এ ক্লিক করুন।
২। এবার From Your Dropbox এর Choose File এ ক্লিক করার পর প্রথমে আপনার ফেসবুকের সাথে ড্রপবক্সের লিংক করার জন্য Dropbox would like permission to বক্স দেখাবে এবং অনুমোদন দেবার জন্য Allow বাটনে ক্লিক করতে হবে।
৩। এখন Dropbox লগিন বক্স দেখাবে। আপনার ড্রপবক্স অ্যাকাউন্ট না থাকলে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে অথবা আপনার ড্রপবক্স অ্যাকাউন্টে লগিন করতে হবে। টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে আপনার মোবাইলে সিকিউরিটি কোড পাঠাবে এবং তা এখানে দিতে হবে, না থাকলে পাঠাবে না। চালু করতে চাইলে এখানে (ড্রপবক্স একাউন্টকে করুন আরো নিরাপদ ) দেখুন।
৪। এবার যে ফাইল শেয়ার করতে চান সে ফাইল সিলেক্ট করে Select বাটনে ক্লিক করে পোষ্ট করার জন্য Post বাটনে ক্লিক করুন।
পরবর্তী সময়ে ফাইল শেয়ার করার জন্য আপনাকে ১ এবং ৪ পদ্ধতি অনুসরণ করতে হবে। তবে আপনি একবারে একটির বেশি ফাইল সিলেক্ট করতে পারবেন না এবং আপনার শেয়ার করা ফাইল ছাড়া অন্য কোন ফাইল কেউ দেখতে পারবে না।
আপনি যদি আপনার শেয়ার করা ডকুমেন্ট, ছবি এবং ভিডিও ফাইলে এডিট করেন তাহলে গ্রুপের সবাই অটোমেটিক এই ফাইলের আপডেট পাবে এবং আপনার ড্রপবক্স অ্যাকাউন্ট হতে মুছে ফেললে গ্রুপের ওয়াল হতেও মুছে যাবে।
আরো বিস্তারিত জানার জন্য ড্রপবক্সের হেল্প সাইটভিজিট করুন।
প্রথম প্রকাশঃ সবকিছু ডট কম ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:১৬