“ অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনোদিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়। ” - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
"বাংলাদেশ নিয়ে কথা বলতে হলে তোমাকে মুজিবে এসে দাড়াতে হবে, কারন মুজিব ছাড়া বাংলাদেশকে কল্পনা করা যায় না"
৫২ এর মুজিব.. ৬৯ এর মুজিব.. ৭১ এর ইস্পাত কঠিন মুজিব... ভারতীয় সৈন্য হঠিয়ে দেয়া লৌহমানব মুজিব... এসবকে মেনে নিয়েই বাংলাদেশকে বিবেচনা করতে হবে..
আওয়ামীলীগ নিয়ে আমার অনেক অভিযোগ থাকলেও মুজিব নিয়ে নেই... একজন শেখ মুজিবকে আমি তার অবস্থান থেকেই ভালোবাসি, পছন্দ করি.. তাই ১৫-ই আগষ্টে ওনার প্রয়াণ দিবসে সত্যিই শ্রদ্ধাভরে স্বরন করছি বাংলাদেশের একজন ইস্পাত কঠিন রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার সমন্বিত প্রচেষ্টায়, নেতৃত্বে ও স্বাধীনতার সংগ্রামী সেনানীদের মহান আত্মত্যাগের বিনিময়ে পেয়েছিলাম লাল সবুজের পতাকা।
ভালো থাকুন ওপারের পৃথিবীতে সেই দোয়াই করি।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪০