২রা আগস্ট ২০১২, রাত ১১:৪০ সময়ে, আমি সুলতান মির্জার “হুমায়ূন আহমেদের সকল অর্জনকে জলাঞ্জলি দিতে জামাতপন্থীদের অপচেষ্টা ” পোষ্টটিতে নিচের ছবিতে দেখানো মন্তব্যটি করি। মন্তব্যের প্রেক্ষিতে সুলতান মির্জা নিচের ছবিটিতে দেখানো জবাবটি দেয়।
এবং সুলতান মির্জার জবাবের পরিপ্রেক্ষিতে আমি তাঁর প্রতিটি লাইন অনুসারে এভাবে জবাব দিলাম। নিচের ছবিগুলোতে দেখানো হল।
কিন্তু পরবর্তীতে সুলতান মির্জা আমার মন্তব্য, এ মন্তব্যের প্রেক্ষিতে তাঁর জবাব এবং তাঁর জবাবের প্রেক্ষিতে আমার মন্তব্যটি মুছে দেয়।
তখন সুলতান মির্জাকে আমি একটি ফেইসবুক মেসেজ পাঠাই। মেসেজ প্রসঙ্গটি পরবর্তীতে আসবে (১২ নং ছবি)
৪ঠা আগস্ট ২০১২, রাত ০:২১ সময়ে আমি সুলতান মির্জার “হুমায়ূন আহমেদের সকল অর্জনকে জলাঞ্জলি দিতে জামাতপন্থীদের অপচেষ্টা ” পোষ্টটিতে নিচের ছবিতে দেখানো মন্তব্যটি করি। মন্তব্যের প্রেক্ষিতে সুলতান মির্জা নিচের ছবিটিতে দেখানো জবাবটি দেয়।
এবং, সুলতান মির্জা একই পোষ্টে একটি স্ক্রিন ছবি দেয়। যা নীচে দেখানো হয়েছে। এ ছবিটি আমার “ব্লগারদের নিয়ে ঘুরে এলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সঙ্গে কিছু ছবি ” পোষ্টটি থেকে নেয়া হয়েছে।
এখানে ব্লগার শিপু ভাই, ‘জামাত শিবির' পন্থী সংশ্লিষ্ট একটি প্রশ্ন করেছিলেন। এবং আমি তার জবাব দেই। এখানে আমার একটি ভুল ছিল। ভুলটি হচ্ছে তিনি ‘জামাত শিবির' পন্থী নিয়ে প্রশ্ন করলেও আমি তাঁর প্রশ্নটি ধরতে পারিনি। আমার পোষ্টে ‘বিএনপি জামাত পন্থী’ বিষয়ে লিখেছিলাম এবং ‘বিএনপি জামাত পন্থী’ ভেবেই উত্তর দিয়েছিলাম। বিষয়টি আমার চোখ এড়িয়ে যাওয়ায় এ ভুলের সূত্রপাত হয়েছিল। কিন্তু বিষয়টি ব্লগারদের মাঝে প্রচুর সমালোচিত হয়। এবং আমি আমার ভুলটি ধরতে পারি এবং পুনরায় তার জবাব দেই। যা নিচের ছবিটিতে দেখানো হয়েছে।
তাঁর এ সকল অভিযোগের প্রেক্ষিতে তাঁর প্রতিটি লাইন অনুসারে আমি এভাবে জবাব দিলাম। নিচের ছবিগুলোতে দেখানো হল।
উপরের ছবিতে যে চারটি লিংক’এর কথা বলা হয়েছে সেগুলো হল:
নাস্তিকদের যুক্তি, আস্তিকদের বিশ্বাস, আমার মতামত ও হুমায়ূন আহমেদ
ব্লগারদের নিয়ে ঘুরে এলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সঙ্গে কিছু ছবি (ছবি পর্ব)
ব্লগারদের নিয়ে ঘুরে এলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সঙ্গে কিছু ছবি
নাস্তিকদের যুক্তি, আস্তিকদের বিশ্বাস ও হুমায়ূন আহমেদ
এবং এই পোষ্টে আতিক নামে একজন ভিজিটর আমার প্রতি মন্তব্য করেছিলেন, “আরিফ হোসেন সাঈদ ভাই যদি শিবির করেই থাকেন তবে অভিনন্দন।” আমি তার জবাব দিলাম। নিচের ছবিতে দেখানো হল।
সুলতান মির্জার অন্যান্য অভিযোগের জবাব।
এ ছবির প্রশ্নের জবাব:
সুলতান মির্জা,
আপনি লিখেছেন, "হা হা……..বেবী রাজাকার…..মনে রাখতে হবে এই পোস্টের বিষয়বস্তু জামাতি সংশ্লিষ্ট।"
আমার কথা - এর দায়িত্ব সম্পূর্ণ আপনার।
আপনি বলেছেন, “অতএব, এই পোস্টে মন্তব্য কারি জবাবদিহিতা মূলক অবস্থান যাদের থাকবে সে যেই হোক না কেন রাজাকার বলে বিবেচিত হবে।”
আমার কথা – জবাবদিহিতা শব্দের অর্থ – ‘কোন কাজের দায়-দায়িত্ব গ্রহণ ও তৎসংক্রান্ত প্রশ্নাদির জবাব দিতে প্রস্তুত থাকা’ – সূত্র: ব্যবহারিক বাংলা অভিধান, বাংলা একাডেমী।
এ পোষ্টের দায়দায়িত্ব যেহেতু আপনার এবং তৎসংক্রান্ত প্রশ্নাদির জবাব দিতে প্রস্তুত আছেন তাই আপনার কথামত আপনি নিজে রাজাকার বলে বিবেচিত হয়েছেন।
আপনি বলেছেন, “জানলাম এখন পরামর্শ রইল জামাতি আমলনামা পড়ে ব্লগিং করার জন্য।”
আমার কথা – আপনার পরামর্শের জন্য অশেষ ধন্যবাদ।
আপনি বলেছেন, “ট্যাগ করা হল ভবিষ্যতের জন্য….আরও কিছু অপেক্ষা করছে।”
আমার কথা – শুনে রাখুন আমিও অপেক্ষা করছি।
এ ছবির প্রশ্নের জবাব:
সুলতান মির্জা সাহেব, আপনি বলেছেন, “আর মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।”
আমার কথা – হা হা হাহাহা। মাঠে নেমে এখন অনুরোধ করছেন কেন?
(অসমাপ্ত/চলবে) তাঁর বাকি অভিযোগের উত্তরগুলো এখানে রয়েছে।
আরিফ হোসেন সাঈদ, ৫ই আগস্ট ২০১২
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:০২