রি-পোস্ট
মানুষের বাহ্যিক সুন্দরতা তার চেহারার সাথে সাথে তার ব্যাবহার,আচার,আচরণ আর ব্যাক্তিত্তের মাধ্যমে ফুটে উঠে। কিন্তু শুধু বাহ্যিক অর্থাৎ চেহারার দিক দিএ যদি ধরা অয়, তবে বলুন তো- কোন জেলার ছেলেরা সবচেয়ে বেশি সুন্দর আর আকর্ষনীয়???
১।চিটাগাং
২।গ্রেটার ঢাকা
৩। সিলেট বিভাগ
৪।রংপুর অঞ্চল
৫।রাজশাহী অঞ্চল
৬।খুলনা/যশোর অঞ্চল
৭।বরিশাল অঞ্চল
৮।নোয়াখালি
৯।চাদপুর
১০।পার্বত্য চট্যগ্রাম
আপনার প্রিয় সেরা ৩ টা লাইক দিন ক্রমানূসারে।
তবে আমার ব্যাক্তিগত অভিমত টা বলি। আমি নিজে মনিকগঞ্জের ছেলে,নানাবাড়ী খুলনা।আমি একটা জিনিশ অবজার্ভ করেছিশতকরা হিসাবে আমার চোখে ৪ জেলার ছেলে সবচেয়ে বেশি গুড লুকিং মনে হয় বা এ পর্যন্ত হয়েছে। এরা হল- চাদপুর,ফেনী,নোয়াখালি,চিটাগাং।
আপনি নিজেও ফেসবুকে ফাইন্ড ফ্রেন্ডস অপশনে গিয়ে হোমটাউনের জায়গায় এই অন্যান্য জেলার নাম লিখে লিস্টে আসা রেজাল্টের ছবি গুলা খেয়াল করুন।এ থেকেই কমপেয়ার করা যায় কোন জেলার হোমটাউন থাকলে বেশির ভাগ মানুষের লুকস শতকরা বেশি হারে ভাল হয়।এটা অবশ্য শুধু জেলা না বিভিন্ন দেশের মাঝেও করা যায়।যেমন ,আরব দেশের মাঝে কারা বেটার এটা জানার জন্য হোমটাউন জেদ্দা,বৈরুত,তেহরান লেখে রেজাল্ট গুলাপাওয়া যায়। কিন্তু এই জরীপ টা এভাবে কেবল ছেলেদের মাঝেই করা যায় কারন মেয়েরা অনেক বেশী মেকাপ আর ক্যামেরার কারসাজি করে ,এতে ন্যাচারাল বিউটিটা বোঝা যায়না।
আশা করি আপনারা আপনাদের মতামত জানাবেন।