ফেসবুকের ধ্রুব সত্য>>> কোন মেয়ের ফ্রেন্ড রিকুয়েস্ট আসলে পুলক অনুভব করা একসেপ্ট করার পর,সেই মেয়ের প্রোফাইলে গিয়ে খুঁজে খুঁজে তার ছবি দেখা।কোন অপরিচিত মেয়ে যদি আপনার স্ট্যাটাস(পাবলিক করা থাকে)বা কমেন্টে লাইক মারে তবে তার প্রোফাইলে একবারের জন্য হলেও ঘুরে আসা।
(এই ঘটনা শুধু যে ছেলেদের ক্ষেত্রেই হয় এমন না,উল্টোটাও ঘটে।মানে আপুরাও নাকি ছেলেদের প্রোফাইলে ঘুরতে যায়)।
কিন্তু চৌধুরী সাহেব তারপর ও কথা থাকে।এইটা ভরসা ম্যাচ না যে ভিজলেও জ্বলবে।হতাশ হতে হয় যখন গিয়ে দেখেন তার ছবি দেখা যাচ্ছে না বা প্রপিক ফুল,লতা পাতা আকাশ দেয়া।
আর যদি দেখেন তার বন্ধু সংখ্যা ২০০০+ তাহলে চিক্কুর পাইড়া কান্দনের ইমো কেনোনা সে চল ছাইয়া ছাইয়া ছাইয়া ছাইয়া চল ছাইয়া(she এর আড়ালে he)
তামিল নায়িকাদের ছবি নিয়ে নাইবা বললাম।
আপনার জিএফের সাথে ব্রেকাপ হয়েছে,কথা বার্তা বন্ধ।খুব রেগে আছেন তার উপর কিন্তু তার প্রোফাইলে যাওয়া কিন্তু থামান নাই।( যাহা বলেছি সত্য বলেছি)
ঝগড়া যতই হোক পাশে থাকুন যদি না সে আপনাকে ব্লক করে দেয়।
(ব্লক কইরা দিলে আর কি করবেন?মুড়ি খান)
জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ফেসবুক।কয়েকদিন আগের সামুর ক্যাচালের কথা চিন্তা করেন।ফেসবুক স্ক্রিন শট যেখানে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।
এখন আর ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা এই জিঙ্গেলের ভাত নাই।ফেসবুক চালাইতে চালাইতে যায় বেলা।
প্রতিদিনের পুষ্টি তালিকা : খাদ্য- ..........৫% পানি- ........▀ ১% ঘুম-.......... ▀ ৪% ফেসবুক-.... ▀▀▀▀▀▀▀▀ ৯০%
অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা এবং অবশ্যই ফেসবুক।
যখন বৃষ্টি হয় ৯%ফেসবুক ইউজার বৃষ্টিতে ভিজে বাকি ৯১% বৃষ্টি নিয়ে স্ট্যাটাস দেয়।
বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে এমন সময় মজার কোন কথা শুনলে লাইক বাটন খুঁজে।
প্রজেক্ট নিয়ে খুব ব্যাস্ত।এসাইনম্যান্ট জমা দিতে হবে।ভালো ছেলের মত টেবিলে গিয়ে কাজ শুরু করলেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন আপনি শেষ করবেন তখন নিজেকে আবিষ্কার করবেন যে আপনি ফেসবুকের সামনে।
আজ থেকে অনেক বছর যখন আপনার বাচ্চা জিজ্ঞেস করবে "আব্বু!!আম্মুর সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছিল??আপনার উত্তর হবে “শুরুটা হয়েছিল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে।
বন্ধু মহলে এখন আপনি খুব ভালো ।অনেক সচেতন।সব বন্ধুর জন্মদিনে উইশ করেন।নিশ্চিত ভাবেই বলতে পারি ফেসবুক ইউজ না করলে এদের মধ্যে ৯৮% বন্ধুর জন্মদিন কবে তাই জানেন না।
আগের দিনের মানুষ নাকি প্রতিদিন কি করে তাই নিয়ে ডাইরি লিখত এখন স্ট্যাটাস দেয়।আইলাম রে,খাইলাম রে,মন ভালো নাইরে,রাস্তায় জ্যাম রে।আরও কত নান তান।
প্রেমের মরা জলে ডুবেনা।
আরে ভাই ডুববে কিভাবে?ফেসবুক আছে না।যেসব মেয়েরা প্রেম করে তাদের ১০%তার ভালোবাসার মানুষ কে বিয়ে করে।
বাকি ৯০% প্রেমিকাই রয়ে যায় তার বয় ফ্রেন্ডের পাসওয়ার্ড হিসেবে।
প্রেমিকের স্ট্যাটাসের সেকি বাহার—"তুমি ছাড়া আমি যেন লাইক বিহীন স্ট্যাটাস"
খাপে খাপ,ময়নার বাপ।
নিজের বুদ্ধিমত্তা নিয়ে আপনার খুব গর্ব!!তাহলে এক বছর আগের কমেন্ট গুলা খেয়াল করুন আমি নিশ্চিত আপনি মনে মনে বলবেন “ আমি এত ভোদাই ছিলাম”। ( আবার ও যাহা বলেছি সত্য বলেছি
ছবি তুলছেন ঝাকানাকা।কিন্তু কেউ তো বলল না “বাহ তোমাকে অনেক সুন্দর লাগছে”।আরে ফেসবুক আছে না!!আজকে ফেসবুক বন্ধ হয়ে যাক।কালকে সকালেই দেখবেন পোলাপাইন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে হাতে ছবি নিয়ে বলছে “ডু ইউ লাইক ইট??”
আপনি জানেন কি জীবনটা ফেসবুকের মত।মানুষ আপনার সাফল্য লাইক করবে আপনার সমস্যা নিয়ে কমেন্ট করবে,কিন্তু সবাই তাদের মর্যাদা উন্নত(স্ট্যাটাস আপডেট)করতে ব্যাস্ত।
তবে যখন সমস্যায় পড়বেন জাস্ট ফেস ইট নট ফেসবুক ইট।
শেষ করছি এক মহান মনিষীর ফেসবুক সংক্রান্ত একটি বাণী দিয়ে--
"তুমি আমাকে একটি শিক্ষিত স্ট্যাটাস দাও,আমি তোমাকে একটি শিক্ষিত জাতী উপহার দিব"।
-----স্যার আইজ্যাক সহচরিয়ান নেপোলিয়নের ছুডু ভাই