প্রথমেই একটা ব্রেকিং নিউজঃ
গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছেন দক্ষিন ঢাকা বাসী কালকে নাগাদ অন্দলনে নামছে।ঢাকা টুকরো করা নিয়ে তারা প্রচণ্ড হতাশ এবং ক্ষুব্ধ। এ নিয়ে অনুসন্ধান করতে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।নাম প্রকাশ না করার শর্তে একজন জানান গায়িকা ইভা রহমান এবং হৃদয় খান দু জনেই নাকি দক্ষিন ঢাকার বাসিন্দা।দক্ষিন ঢাকার মানুষ কে হেয় প্রতিপন্ন করতে সরকারের একটি কুচক্রী মহল এমন নিন্দনীয় কাজ করেছে।তখন আমাদের প্রতিবেদক তাকে প্রশ্ন করেন আগেও তারা ঢাকার বাসিন্দা ছিল তখন তো এমন কথা ওঠেনি?এর জবাবে তিনি বলেন আরে ভাই, আগে তো ঢাকার ভাগ ছিল না।এখন উত্তর ঢাকা বাসী আমাদের ইভা রহমানের শহরের মানুষ বলে ডাকবে।আর এ অপমান সহ্য হবে না।তিনি এই বৈষম্যের তীব্র প্রতিবাদ জানান।
কি ধরনের বৈষম্য এমন প্রশ্নের উত্তরে তিনি জানান হৃদয় খানের জন্য লিংগ বৈষম্য এবং ইভা রহমানের জন্য কণ্ঠবৈষম্যর কথা এবং সরকারের প্রতি অনুরোধ জানান যেন অন্তত এক জনকে হলেও এই শহর থেকে সরিয়ে নেয়া হয়।
এ দিকে আমাদের পারিবারিক প্রতিনিধি জানিয়েছে-ঢাকা ভাগ করার দরুন শহরে বিবাহ বিচ্ছেদ আশংকাজনক হারে বেড়ে গেছে।
ঢাকার এই উত্তর দক্ষিন নিয়ে গৃহযুদ্ধ মানে ঘরে ঘরে ঝগড়া চলছে।স্বামী স্ত্রীর ঝগড়ায় খুব স্বাভাবিক ভাবেই চলে আসছে এই উত্তর ঢাকা দক্ষিন ঢাকার ক্যাচাল।আমরা সবাই জানি, ঢাকা বাসী তাদের শহর নিয়ে খুবি সেনসেটিভ।যখন ই ঝগড়ার এক পর্যায়ে উত্তর ঢাকা বা দক্ষিন ঢাকাকে কটূক্তি করা হচ্ছে তখন ই তাদের কেউ আর অপর জনের সাথে সংসার করা হবে না বলে সিদ্ধান্তে উপনীত হচ্ছেন।
সম্প্রতি ডিভোর্স পাওয়া এক হাসব্যন্ড কে এ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান—“ঝগড়ার এক পর্যায়ে আমি ওকে বলি যে একটু ভালো ভাষায় কথা বল,তোমার মুখের ভাষা তোমার দক্ষিন ঢাকার বুড়িগঙ্গার পানির মতোই ময়লা”।আর সেটাই ছিল আমার আর ওর দাম্পত্য জীবনের শেষ কথা।
এ প্রসঙ্গে তার ওয়াইফ কে জিজ্ঞেসা করলে বলেন,---
”আবে হালায় ছব ছময় আমার ফ্যামিলি লইয়া উল্টা মিছা প্যাচাল পাড়ে। আমি কহনই কিছু কই নাইক্কা।মাগার জহন ই ডাকারে নিয়া কইছে তখন দিলে বহুত চোট পাইছি।যে উত্তর ডাকার মরদ আমার দক্ষিন ডাকারে নিয়া বাজে কতা কয় ছেই মরদ এর ছংছাড়ে আমি পিছা মারি।
যদি ঢাকা আবার কখনো একত্রিত হয় তখন কি আবার সংসার করবেন?এই প্রশ্নের উত্তরে তিনি বলেন---অতদিন পর্যন্ত যদি প্রি থাকি তাইলে দেহুম নে।
এ সময় তাকে মারমুখী ভঙ্গি থেকে লাজুক ভঙ্গিতে চলে আসতে দেখা যায়।
বিনোদন সংবাদঃ
নায়ক রাজ রাজ্জাক তার ঢাকা ৮৬ ছবি নিয়ে ব্যাপক বিপাকে পড়েছেন।ছবিটি নতুন করে হলে মুক্তি দেয়ার চিন্তা করলে এই জটিলতার সৃষ্টি হয়।সেন্সর বোর্ড জানিয়েছে ---যে ছবির নামের পিছনে কোন লজিক নেই সে ছবি তারা মুক্তি দিতে দিবেনা।ঢাকা বলতে এখন কিছু নেই।ছবির নাম হতে হবে উত্তর ঢাকা ৮৬ নয়ত দক্ষিন ঢাকা ৮৬।
এদিকে উত্তর এবং দক্ষিন দুই ঢাকাবাসী ই দাবী করছে ছবিটি যেন তাদের শহরের নামে হয়।নয়ত তারা ছবিটি বয়কট করবে এবং তাদের শহরের সিনেমা হলে চলতে দিবেনা।
এ প্রসঙ্গে ছবিটির নায়ক এবং রাজ্জাক তনয় বাপ্পারাজের সাথে কথা বললে তিনি জানান---- “এখনকার প্রায় সব ছবিতেই আমি ছ্যাকা খাওয়া নায়ক,সে জন্য আমার নাম "হিরু" থেকে "ছ্যাকারু" হয়েছে। এই একটা ছবি যেখানে আমি মূল নায়ক।চাচ্ছিলাম এখনকার তরুণদের কে জানাতে, আমিও এক কালে ছ্যাকা ছাড়া ছবি করেছি।কিন্তু আমার সে আশা বুঝি পূরণ হওয়ার নয়। এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
রাজ্জাক সাহেব কে এ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান ছবির নাম যদি পরিবর্তন করতেই হয় “তবে আমেরিকা ৮৬ রাখা হবে।যাতে কারোই কোন আপত্তি না থাকে।“কিন্তু এতে যদি মৌলবাদীরা ক্ষেপে যায়??!!এমন প্রশ্নের উত্তরে তিনি হঠাৎ করেই রেগে যান এবং বলেন, ---“ধুর্বাল ছবি ই মুক্তি দিমুনা।
আসিফের ও প্রিয়া তুমি কোথায় এর রেকর্ড ভেঙ্গে ফেলল তিশমার নতুন রিমিক্স এ্যালবাম “উত্তর ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল”।এবং মিউজিক এর জন্য শুভ সংবাদ “মিলার দক্ষিন ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল” এ্যালবাম টি ও টপ চার্টে রয়েছে।
অন্যান্য সংবাদঃ
দেশের সর্ব বৃহৎ অনলাইন কমিউনিটি ব্লগ সামুতে চিরদিনের চলে আসা আস্তিক,নাস্তিক-ভাদা,পাদা,ছাগু-আম্লিগ,বিম্পি ক্যাচাল বন্ধ হয়ে গেছে।সেখানে এখন চলছে উত্তর ঢাকা-দক্ষিন ঢাকা ক্যাচাল।দুই দল ই নিজেদের দল কে ভারী করতে সাধারণ ব্লগার দের কাছে ধর্না দিচ্ছে।এবং দুই দল ই দাবী করছে মডারেশন বিপক্ষ দলের জন্য কাজ করছে। ।
এ ব্যাপারে সামুর অন্যতম কর্ণধার গুলশান আরা জানার সঙ্গে যোগাযোগ এর চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।(হুদাই ইতরামি কইরা ব্যান খাইতে চাইনা)।
খেলার সংবাদঃ
এক সময়ের দুর্দান্ত,দুরন্ত স্বনামধন্য ক্রিকেটর,যার নাম শুনলে এক সময়ে বোলার রা আতঙ্কিত থাকত,বাংলাদেশের অনেক জয় যার হাত ধরে এসেছে সেই হার্ড হিটার পিঞ্ছ হিটার ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম গোল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায় তিনি দক্ষিন ঢাকা থেকে এসে উত্তর ঢাকায় একটি ফ্ল্যাট কিনেন, বসবাসের জন্য।কিন্তু উত্তর ঢাকা বাসী তার এই আগমন মেনে নেয়নি।তাকে একা রাস্তায় পেয়ে মাথা কামিয়ে দেয় এবং সে সময় কিঞ্চিৎ ছিলে যায়।এ প্রসঙ্গে তিনি যা বলেন তা আমরা ছাপাতে পারছিনা বলে দুঃখিত পাঠক।তার বক্তব্য উনার ব্যাটিং এর মত স্লো এবং বোরিং।
আবহাওয়াঃ
গতকাল দক্ষিন ঢাকায় “উত্তর ঢাকা এবং পরিবেশের বিপর্যয়”নামে এক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বক্তারা উত্তর ঢাকায় বড় বড় বিল্ডিং তৈরি করার বিপক্ষে বক্তব্য প্রদান করেন।তারা বলেন ---আল্লাহ না করুক যদি দেশে কখনো কোন বড় ধরনের ভুমিকম্প হয় তাহলে সেই দালান ভেঙ্গে আমাদের উপর পরবে।তারা মরুক কিন্তু আমাদের নিয়ে মরবে কেন??