আমি একজন নিরাপদ ব্লগার।তাই এই খুশিতে একটা জোকস শেয়ার করলাম-----





এক ছেলে বাসের হেল্পার।বাবা-মা কেউই নাই।সংসারে সে একা।এই নিষঙ্গ জীবন আর তার ভালো লাগে না!!!তাই সে ঠিক করল বিয়া করব।সেই অনুযায়ী পাত্রী দেখা শুরু করল।একটা পাত্রী তার মুটামুটি পছন্দ হল। এই ত্রি ভুবনে তার এক দূর সম্পর্কের চাচা ছাড়া আর কেউ নাই।সেই চাচা আইসা বিয়ার কথাবার্তা পাকা কইরা বিয়া করাইয়া দিয়া চইলা গেল।
তারপর স্বামী-স্ত্রী মিলা এক রুমের একটা ঘর ভাড়া কইরা সুখে-শান্তিতে দিন কাটাইতে লাগল।তো সেই চাচা ঠিক করল তারা কেমন আছে তা দেখতে যাবে।চাচা আসল।রাত বেশি হওয়ার কারনে চাচা আর সেই দিন যায় নাই।সমস্যা টা হইল রাতে শোয়া নিয়া।





পরে ঠিক হইল ছেলেটা শুবে মাঝখানে,এক পাশে চাচা আরেক পাশে বউ।এখন রাতের বেলা ছেলেটার উঠসে ক্যারা।কইল,ডাইরেক দিমু না লোকাল দিমু?!!!!(বাসের হেল্পার-সারাদিন এই ডাইরেক এই লোকাল বইলাই অভ্যাস)।বউ কয় “যা দেওয়ার তাড়াতাড়ি দেও।পাশে চাচা আছে”।ছেলেটা বলল,”আরে চাচা বুঝব না,কও কি দিমু ডায়রেক না লোকাল”।বউ বলল “বিরক্ত কইর না,যা দেয়ার তাড়াতাড়ি দেও।“








তো তাদের এই ডাইরেক লোকালের ঠ্যালায় পইড়া চাচা তো খাটের উপর থেকে ধপাস করে নিচে পরে গেল।বুড়া মানুষ।এত উপর থেকে পইড়া কোমরের অবস্থা খারাপ।কোমর ধইরা ব্যাথায় আর্তনাদ করসে আর চোখে-মুখে বিরক্তি এনে বলল-----
তোমরা ডাইরেক দেও আর লোকাল দেও,প্যাসেঞ্জার ফালাও ক্যান??!!!!!






















১টা যখন দিসি তখন আরে্টার লিঙ্ক দিলেও সমস্যা নাই!!!!!!
Click This Link
এই লেখা টা আমার ১ম লেখা।রম্য লেখার আপপ্রয়াস ছিল।তবে ১৮+ না হইলেও ১৭ + অবশ্যই


সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ২:৩৭