পিলে চমকে উঠা,
হর্নের শব্দ
গাড়ির কালো ধোঁয়ায়
নিঃশ্বাস আটকে যায়।
জ্যামে বন্দী,
ঘণ্টার পর ঘণ্টা নষ্ট।
ফুটপাথ হুটহাট চলে যায়,
হকারের দখলে।
একটা পা ফেলা যায়না অসতর্কভাবে,
বদ্ধ চারপাশ ।
ব্যস্ত মানুষের হুড়োহুড়ি,
রাজপথগুলো ক্লান্ত।
নগর জীবন, নাগরিক জীবন
এই আমাদের চিরচেনা “ঢাকা” ।।
জীবন বিনির্মাণে,
মানুষ ঢাকাগামী ।
নাড়ীর টানে বিশেষ করে
ধর্মীয় উৎসবের ছুটিতে
মানুষগুলো ছুটে যায় শিকড়ে,
আপন ভুবনে।
অবিশ্রান্ত পরিশ্রমের পর “ঢাকা”
বিশ্রাম পায় কয়েকটা দিন।
আঁতকে উঠা হর্ন নেই,
নেই বিষাক্ত ধোঁয়া ।
থাকে না ব্যস্ত মানুষের হুড়োহুড়ি,
চারিদিকে শুধু আনন্দের দৃশ্য ।
নানা রঙের পোশাকে রিকশায়
ঘুরে বেড়ায় ঢাকাবাসী ।
-এ যেন ঐতিহ্যবাহী ঢাকা ।।
আমি রাস্তায় হাটি,
বন্ধু-বান্ধবীদের সাথে চষে বেড়াই পুরো “ঢাকা”
অথবা যা ইচ্ছে তাই করি।
-এ যেন এক উচ্ছ্বাস ।
ঢাকার দুর্লভ রূপ কয়েকটা দিনের জন্য।
চিৎকার করে বলতে ইচ্ছে করে
“এই আমার ঢাকা” ।।