ওরিয়েন্টেশন ক্লাসে আচমকা, "আপনি এখানে" !
বিস্মিত হয়ে বললাম, "এখানেইতো আসার কথা ছিল"।
আগ্রহে, মৃদু আগ্রহে পরিচিত হলাম।
অনভিজ্ঞের মত রাস্তা পার হতে পারছিলনা বিচলিত মেয়ে-
সামনেই ছিলাম, দায়িত্ব এড়াতে পারিনি;
কাকতালীয়ভাবে অনেক কিছু হয়,
এটা সেরকমই ব্যাপার,
কিন্তু
একটা শুরু।
দ্বিতীয় দিন,
তৃতীয় দিন,
এরপর প্রতিদিন
কথা বাড়তে থাকে ক্রমবর্ধমানহারে;
পরিচয় পরিসর পেতে থাকে পাঠ্যক্রমের বাইরে......।।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ সকাল ১১:২২