আজো মিছিলে কবিতা
...
আজো মিছিলে কবিতা
তুমি জান না কিছুদিন ঘুমাতে পারি না আমি !
আচমকা ঘুম থেকে উঠে পড়ি
শুধু চিৎকার শুণি খুব চেনা জানা কারো
বসে দেখি আমি নেই আমাতে
কেউ ডাকছে আমায় ,বলছে আমার কি দোষ!
আমিতো তোমাদের বোন তোমাদের পরিজন
নিকটতম প্রতিবেশি
তোমাদের এই স্বাধীন দেশের নাগরিক
তোমাদেরই আপনজন!
তোমরা কি ভাব না আমায় নিয়ে!
ঘুমে ন্যুয়ে পড়ে শরীর
দেখি ঘুমের ঘোরে মিছলে আমি
লক্ষ জনতার মাঝে চিৎকারে।
.....
আজো মিছিলে কবিতা ...
বলছি সবাই,
চাই স্বাধীনতা,চাই নিরাপদ ধর্ষন মুক্ত সমাজ রাষ্ট্র,
চাই সকল নির্মমতার বিচার।
সব কিছু বিসর্জন দিয়ে তুমি জাগিয়ে দিলে! জ্বালিয়ে দিলে আগুন
তুমি আর জাগিও না আমায়
আমি জেগে আছি অনেক আগে!
তোমার আগেই অনেকেই করেছে পার এই দুঃসময়
এই যন্ত্রণাময় অধ্যায়,
অতীতে যারা হয়েছে বীরাঙ্গনা দিয়েছে সম্ভ্রম
তারাও রাজপথে করছে মিছিল
আরো আছে সাথে যারা জীবন দিয়ে দিয়েছিল দেশের মান।
....
আজো মিছিলে কবিতা
তোমাকে নিয়ে, তোমার প্রেরণায়
হবে এবার এর শেষ সমাধান।
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ বিকাল ৪:১৬