মিলন তিথি ক্ষণ।। এম এস আরেফীন ভুঁইয়া।।
......
মিলন তিথির অপেক্ষায় সাবালিকা
তুমি বুঝোনা কবি কখন সঙ্গম হয় কবিতার
কখন মিলন হয় শব্দ চয়নে শব্দে
কবি তুমি দেখেছো কি ভাবে শব্দরা সঙ্গমে মিলিত হয়?
কি ভাবে সঙ্গম হয় শব্দে শব্দে ?
আজ নিঃস্ব কবিতা,নেই শব্দে শব্দে মিলন
নেই শব্দে শব্দে সন্ধি,নেই শব্দের মধ্যে ভালোবাসা
কবি তুমি দেখো
শব্দরা আজ হয়না পোয়াতি,করেনা প্রস্রব
হচ্ছে না প্রজনন।
আমি চাষ করতে চাই তাই শব্দের
তবে কি কখনো হবে শব্দের ভাল ফলন!
সব সময় অপেক্ষা করে শব্দরা মিলনের
সাবালিকা ভাবে পোয়াতি কি করে হয়!
কি করে হয় শব্দের ভাল যুগপত্সংঘটন
ঠিক যেমনি অপেক্ষা করে সাবালিকা!
দেখিতে মিলন তিথি ক্ষণ।