[][]
বললে তুমি, কোথায় যাবে? দূরে কোনো আশ্রয়?
নদী, অরণ্য, সাগর, পাহাড়- যেথায় বেশি প্রশ্রয়!
[][]
এক একটি সমুদ্র আমার চারপাশে নিত্য হেঁটে চলে, জ্বলজ্যন্ত সমুদ্র;
আর আমি নিজেই একটা সমুদ্র হয়ে সাক্ষ্য দেই মহাকালের!
[][]
আবার যদি দেখা হয় পোড়া ইটের শহরে, পালিয়ে যাবে মুখ লুকিয়ে?
অথবা বলবে মুচকি হেসে, "কোথায় থাকো? কেমন আছো নতুন কোনো প্রণয়ে?"
[][]
আমাকে যত্ন করো,
প্রেমের বাম্পার ফলন হবে!
[][]
পৃথিবীতে ভুল বলে আদৌও কিছু আছে?
তোমার-আমার দৃষ্টিকোণ নিজেদের কাছে!
[][]
তোমার নামে আমার কোনো প্রেমিকা নাই,
শুধু বুকভরা চাপাকান্না আছে!
[][]
মাটি খুঁড়ে বসে পড়ে দানবীয় দৈত্য, মিথ্যের গ্যাঁড়াকলে ভঙ্গুর সত্য,
হাপিত্যেশ হররোজ, নেয় না কেউ তো খোঁজ,
আপনারে খুন করি, খুঁজে ফিরে স্বার্থ!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৩