[ছবিঃ গুগল]
তোমার শহরে আমি যেদিন মিথ্যে হবো, হাতের ঘড়ি সময় ভুলবে,
মূর্ছা যাবে স্বান্তনারা, তোমার দুঃখ কাকে বলবে?
তোমার অনেক প্রেমিক হবে, তবু অনাথ তোমার দীর্ঘশ্বাস,
পুড়ে গেছে মনের গেরস্থালি, মৃত আত্মার বৃথা হাঁসফাঁস!
তোমার বাড়ির সামনে এসে হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে পড়া,
বেলকনির ঐ ফাঁকফোকরে তোমার চুলের বিন্যাসেরা,
তুমি কি শুধু বসেই থাকো অবচেতন, অবহেলায়?
দৌড়ে এসে জোৎস্না দিও, আমার সারা মনবাড়িটায়!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২০ রাত ১২:৪০