[ছবিঃ গুগল]
নিজেই একটা পুরো উপন্যাস;
অথচ, মাত্র দুইশত ছয় পাতার একটা গল্পের প্রতিটা পাতায় তার সরব উপস্থিতি!
নিজে পুরোটাই একটা কবিতার বই;
অথচ, মাত্র চার লাইনের একটা কবিতায় তার কি বিকট ছটফটানি!
সম্পূর্ণটাই সুবিশাল সমুদ্র;
অথচ, মৃতপ্রায় নদীর বুকে নাব্যতা হতে হতে আবার মরুভূমির জন্ম দেয়!
আস্ত একটা পৃথিবী;
অথচ, বিধ্বস্ত ট্রয়নগরীর এক ভগ্নস্তুপে তার থমথমে পদচারণা!
একটা উপন্যাস, একটা কবিতার বই, একটা সমুদ্র, একটা পৃথিবী, পুরোটা নিজেতে আত্মস্থ করছো,
তবু কেন এই ছোটগল্প, কবিতা, নদী আর ভগ্নস্তুপের মাঝে দৃশ্যায়মান হওয়ার তীব্র আকাঙ্খা?
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫০