ক্লাস নাইনে পড়ি তখন। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার ক্লাস নিতেন রেজাউল স্যার। ধর্মের শিক্ষক হলেও তাকে কখনো পাঞ্জাবী কিংবা টুপিতে দেখি নাই। বরাবরই টিশার্ট, জিন্সপ্যান্ট আর চোখে কালো সানগ্লাস পরে বেশ একটা মাচোম্যান ভাব নিয়ে থাকতেন। বেশ হাসি ঠাট্টাও করতেন।
একবার ক্লাসে এসে বলছিলেন, আমার বাচ্চার নাম 'ট্যাবলেট' রাখবো। তাতে আর পরিবারে রোগ ঢোকার সাহস পাবে না।
আজকে পেঁয়াজের দাম শুনে হঠাৎ স্যারের কথাটা মনে পড়লো।
পরশু পেঁয়াজ কিনছি ১৬০ টাকা কেজি। আজকে আবার সেটা দাঁড়াইছে ২০০/২২০ টাকায়।
এখন স্যারকে বলতে ইচ্ছা হইতেছে, 'আপনার আরেকটা বাচ্চা হইলে নাম রাইখেন পেঁয়াজ। এমনিতেই প্রচুর ডিমান্ড আর রান্নাবান্নায় আর পেঁয়াজও ব্যবহার করা লাগবে না।'
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫২