তোমার মন খারাপ না হোক;
তোমার মন খারাপ হলে শহরে শকুনের আনাগোনা বাড়ে, সারি সারি লাশ পড়ে রাস্তায়,
তোমার মন খারাপ হলে বসতি ধ্বংস হয়, ঘূর্ণিঝড় আসে, গাছেরা মরে যায়,
তোমার মন খারাপ হলে পিঁপড়ের আহার থাকে না, কুকুরগুলোর হিংস্রতা বাড়ে, শহরে বাস চলে না,
তোমার মন খারাপ হলে কবি কবিতা লিখে না, আরশোলার উপদ্রব বাড়ে, আমি মারা পড়ি।
তোমার মুখে হাসি থাকুক;
রাস্তার ল্যাম্পপোস্টে তোমার হাসি ফুটে থাকুক,
তুমি হাসলে ট্রাফিক জ্যাম কমে যায়, হাত দুটো নামাতে পারে ট্রাফিক পুলিশ,
পলাশীর মোড়ে ভিখারির মুখে তোমার হাসি লেগে থাকুক,
তোমার হাসিতে নেশা ছেড়ে প্রেম খুঁজতে আসে শতশত যুবক।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৪২