কি গান?
কি গান?
আমি গল্প থামিয়ে “থম” মেরে গেলাম... “"আকাশ প্রদ্বীপ জ্বলে, একবার বিদায় দে মা, যারে যারে উড়ে যা রে পাখি, কত যে কথা ছিল”" একেকটা গান বেজেই চলছে।আমার মনে হল আমাকে গানের কথা,সুরগুলো টেনে নিয়ে গেল অদ্ভুত কোন অন্তহীন সময়ে...বিষন্নতার কোন প্রহরে। সেই ছোটবেলা থেকে এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। আম্মু জোরে গান ছেড়ে রান্নাবান্না করতো, আমি তাকিয়ে হা করে থাকলে দু পাক নেচেও নিত।আর বলত- "আমার সঞ্জনা মা, গানটা গেয়ে শোনাও তো?" কি অদ্ভুত সুন্দর আর মায়াভরা সময় ছিল সেটা। এই গানগুলো আমাকে টেনে নিয়ে যায় আমার ছোটবেলায়, আমার চোখের সামনে অনেক অনেক দৃশ্য ভেসে উঠে। আমার মায়ের কাঁচাপাকা চুলগুলো নিমিষেই কালো হয়ে যায়। আনমনেই একচিলতে বারান্দার পাতাবাহারের পাতা কেঁপে উঠে। সেই ঘর গুছানো, গুনগুন করতে থাকা আম্মুর গান গুলো কানে বাজতে থাকে। আর আমার জন্যে সময় থেমে যায়,আমিও থমকে যাই, চারপাশের কোলাহল ছাপিয়ে আমি নস্টালজিক হয়ে যাই। টুপ করে চলে যাই ফেলে আসা সেই যাদুকরী সময়ে।
লতা মুঙ্গেশকর, জন্ম : ২৮ সেপ্টেম্বর ১৯২৯। সেই ১৯৪২ সাল থেকে শুরু করেছিলেন গান গাওয়া। এরপর আর গানের সুর থেমে থাকেনি। প্রায় ২৫০০০ সলো,ডুয়েট,কোরাস গান গেয়েছেন।এমন সুন্দর আর মিষ্টি সুর অনেক অনেক বছর ধরে মানুষের মনে দাগ কেটে রেখে গেছে ও যাচ্ছে।আজ তাই লতা মুঙ্গেশকরের কিছু গান দিয়ে দিলাম।যা বাসায় এসে অনবরত শুনছি।
গানগুলোর এমপি থ্রী ডাউনলোড লিঙ্ক এইখানেঃ-
১। আজ মন চেয়েছে
২। কী লিখি তোমায়?
৩। প্রেম একবার এসেছিল নিরবে
৪। ও মোর ময়না গো
৫। বাঁশি কেন গায়
৬। না যেও না
৭। যারে যারে উড়ে যা রে পাখি
৮। আকাশ প্রদীপ জ্বলে
৯। সাত ভাই চম্পা
১০। ওগো আর কিছু তো না
১১। কেন কিছু কথা বলনা
১২। চলে যেতে যেতে দিন বলে যায়
১৩। পা মা গা রে সা
১৪। একবার বিদায় দে মা ঘুরে আসি
১৫। যাবার বেলা
১৬। চঞ্চল ময়ূরী এই রাতে
১৭। আমি চলতে চলতে থেমে গেছি
১৮। না মন লাগেনা
১৯। চম্পাবতী কন্যা
২০। হঠাৎ ভীষন ভাল লাগছে
২১। তোমাকে শোনাতে এই গান
গানের কথাগুলোও ভীষন সুন্দরঃ-
কৃষ্ণচুড়ার বনে ছায়া ঘন পথ
আঁকাবাঁকা পথ
আমার আঙ্গিনা থেকে চলে গেছে তোমার মনে
বসে আছি বাতায়নে তোমারই আশায়...
কী লিখি তোমায়?
অপেক্ষার গান।
কোন রাতে মনে কি গো পরবে?
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে
বাতাস আকুল হবে তোমার নিশান টুকু পেয়ে
আমার নয়ন দুটি শুধু তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
বিষাদময় গান।
আলোর তরীতে বেয়ে দিন চলে যায়
আঁধারের মন জ্বলে তারায় তারায়
আমার এ মন কেন শুধু আকুলায়
বরষন যেন কোথা বয়েছে
তোমাকে আমার মনে পরেছে
প্রেমপূর্ণ গান।
একবার বিদায় দে মা ঘুরে আসি
মন কাঁদানো গান।
পা পা মা গা রে সা
তার কিসের জটিল ভাষা
গা গা পা মা গা রে
ওরে পড়ে বোঝার আশা
পা মা পা ধা নি সা
তা জানি শুধুই দুরাশা
অনেক বেশি মজাদার রোমান্টিক গান।
আকাশে আকাশে ফিরে
যাবিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়
কভু, মনে মনে তোরে ডাকি
চাহিনা খেলিতে খেলা
শেষ হয়ে এল বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
বিদায়বেলার গান।
মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গিয়েছি।এই জন্যেই মনে হয় "Tom Stoppard" বলেছেন-
“If you carry your childhood with you, you never become older.”
আর আমি কখনোই বড় হতে চাই না, কোন দিনই না ।