অতিসম্প্রতি জি পি এ ৫ প্রাপ্ত কিছু ছেলে-মেয়েদের ইন্টারভিউ নিয়ে একটি চ্যানেলের প্রতিবেদনে পুরো স্যোশাল মিডিয়ায় বেশ ঝড় উঠেছে দেখলাম।
অনেকেই এটাকে 'অপসাংবাদিকতা' বা 'হলুদ সাংবাদিকতা' বলছেন!!
অনেক বড় সাংবাদিকও এই প্রতিবেদনের বিরুদ্ধে সাংবাদিকতার নীতির প্রশ্ন এনেছেন!!
এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই আমার চোখে চুড়ান্ত রকমের "হিপোক্রেট"!!
দিনের পর দিন সংবাদপত্র ও মিডিয়ায় এদেশের স্বাস্থ্য ব্যবস্থা-চিকিৎসকদের নামে অন্যায়ভাবে বিষোদাগার করা হয়েছে এবং হচ্ছে; জনগনকে মিথ্যে তথ্য পরিবেশন করা হয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে, যমুনা টিভি ঢাকা মেডিকেলের ঘটনায় যা করেছিল, তা তো রীতিমত ইতিহাস!!
সেদিন এই 'হলুদ সাংবাদিকতা'র বিরুদ্ধে "সোচ্চার"(!!) মানুষগুলো, তথাকথিত সেলিব্রেটিগুলো, সাংবাদিকগুলো কোথায় ছিলেন??
সেদিন নীতির কোন বালাই ছিল না??
এজন্যেই আপনারা "হিপোক্রেট"।
যারা আন্তরিকভাবে এই "হলুদ সাংবাদিকতার" বিপক্ষে এসে দাড়িয়েছেন, তাদের প্রতি সাধুবাদ।
সঠিক তথ্য জানার অধিকার আপনার-আমার জন্মগত নাগরিক অধিকার। কিন্তু আপনার-আমার এই অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলে, অপসাংবাদিকতা করে, তথ্যকে দূষিত করে, তাদের প্রতি সোচ্চার হোন।
এরা দেশ ও জাতির সবচেয়ে বড় শত্রু।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ দুপুর ১:১৯