আজকের জনকণ্ঠের এই নিউজটি দেখলাম।
তাই শেয়ার করছি সবার সাথে :
চিকিৎসার নামে বছরে লাখ লাখ রোগী বিদেশে যাচ্ছে : সক্রিয় তিন শতাধিক এজেন্ট!
এবার নিজের ব্যক্তিগত একটি অভিজ্ঞতা শেয়ার করি :
আমার এক ভাবীর নিউরোসার্জিকেল একটি সমস্যা ছিল। আমাদের ধারনা ছিল অপারেশন লাগতেও পারে। ভাইয়ার অফিসের পরিচিত একজন এপোলোতে একজন নিউরোসার্জন এর কথা বললেন। তার কাছে গেলাম আমরা। মূলত আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমার ফিল্ড নিউরোসার্জারী বলে।
সবকিছু শুনে, দেখে, সেই নিউরোসার্জন এর প্রথম কথাই ছিল, "এই অপারেশন তো এই দেশে হবে না। এই অপারেশন করার মত সার্জনই এই দেশে নাই! চেন্নাইয়ে চলে যাও, আমরা যোগাযোগ করিয়ে দিচ্ছি, ওখানে অপারেশন করে দেবে।"
উনি কেন করবেন না, জিজ্ঞেস করলে বললেন, এই অপারেশন উনি করেন না। সেই সাথে আমার পরিচয় দেবার পর আমাকে আরো কিছু ভুজুং ভাজুং বোঝালেন।
সেই সময়ই আমার জানামতে বি এস এম এম ইউ ও ঢাকা মেডিকেলে এই অপারেশন হয়।
আমরা বি এস এম এম ইউতে আমার এক স্যারকে দেখালাম।
ভাবীর অপারেশন স্যারই করলেন, দেশেই হল।
উনি এখন সম্পূর্ণ সুস্থ্য।
এভাবেই ভুং ভাং বুঝিয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয় রোগীদের। আর কানপড়া চলতে থাকে, "বাংলাদেশে আবার চিকিৎসা হয় না কি! এদেশের ডাক্তাররা তো মানুষ না, কশাই। ধর্মাবতার হল ভারতীয় আর সিঙ্গাপুরী ও মালয়েশিয়ান ডাক্তার!!"
হায়রে বাংগালী!!
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৩২