নিজে বেসরকারী মেডিকেলে ছিলাম। কিন্তু গত এক বছরে সরকারী মেডিকেলে কাজ করে বুঝেছি স্বাস্থ্যসেবার অবস্থা। শুধু ডিএমসির সিসিইউ এর কথা বললেই অবাক হবেন অনেকে(সাংবাদিক বাদে!!)
একজন MI (সহজ কথায় হার্ট এ্যাটাক) এর রুগি ভর্তি হলে রোগী ভেদে প্রথমেই যে ইঞ্জেকশন দিতে হয় তার দাম প্রায় সাড়ে তিন হাজার টাকা,দৈনিক দুটো ইঞ্জেকশন দিতে হয় যার দাম ১০০০.আর অন্যান্য ঔষুধ মিলিয়ে প্রায় ১০০টাকা।এই পুরো ঔষুধ সে হসপিটাল থেকে ফ্রি পায়। পাচ দিন পর তাকে এনজিওগ্রামের জন্য রেডি করা হয়। শুধু ঔষুধ কিনে দিলে সেটাও করা হয়।রিং লাগলে যদি রোগী রিং এর টাকা দিতে পারে সেটাও লাগিয়ে দেয়া হয় ফ্রি তে (কোন ত্যানা প্যাচানি না !! কেন ঔষুধ ,রিং কিনতে হবে? )
রোগীকে সকালে একটা ডিম,কলা চার পিস পাউরুটি আর জেলী দেয়া হয় (এত ভাল খাবার আমিও রোজ খাই না :-( ). দুপুরে মাছ বা মাংস ডাল আর যে ভাত দেয় তাতে এটেনডেন্ড সহ হয়ে যায়। বিকালে বিস্কিট কলা চা অথবা ফিরনি। রাতে আবার ভাত মাছ বা মাংস ভাজি বা সবজি। এই সব খাবার পুরাই ফ্রি।
রোগীকে সকালে একবার HMO বা ইন্টার্ন দেখে পরে প্রফেসর দেখে।ইভিনিং আর. নাইটে ডাক্তার দেখে। আর দিনে এমডি ডিকার্ডের ভাইয়া আপুরা কতবার যে দেখে তার তো হিসাব নাই(শেখার জন্য হোক আর যে কারনেই হোক )এতগুলা ডাক্তারের ভিজিট কতো হত?সেইটাও ফ্রি! !!!!
শুধুমাত্র একজন প্রফেসর আর একটা মেশিন দিয়ে বছরের পর বছর এই চিকিৎসা চলছে।
একটা MI এর রুগির ৭দিন পর এনজিওগ্রাম করে হাসপাতাল ছাড়ার সময় বিল আসে বড়জোর ৪০০০-৫০০০টাকা।এইটা কোন ক্লিনিক হলে মিনিমাম ১০০০০০টাকা লাগবে (প্রতিদিন সিসিইউ চার্জ প্রায় ১০০০০ এনজিওগ্রামের জন্য ১৫০০০ ,ইঞ্জেকশন এ ১৩০০০অন্যান্য খরচ সহ )
ঔষুধ,ডাক্তার ,খাওয়া ,থাকা সব ফ্রি পেয়েও সরকারী হাসপাতালে না গিয়া যাবা ফাইভ স্টার হোটেলে আর ঘ্যান ঘ্যান করবা যে সরকারী হাসপাতালে ডাক্তার নাই ,চিকিৎসা নাই। আসার সময় ১০০০০০ টাকা দিয়া গালি দিবা যে আমাগো টাকায় পইড়া কসাই হইছে একেকটা। বাহ
এতকিছুর পরও যারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়া যাদের অসন্তুষ্টি তারা পাসপোর্ট , ভিসা রেডি রাইখেন।
যারা ভাবছেন ৫০০০টাকা লাগবে কেন?এমন ব্যবস্থা যমুনার চরে নাই কেন?সেইটা আমি কি জানি? স্বাস্থ্য মন্ত্রণালয়ের পলিসি মেকারদের কাছে জবাব চাইতে পারেন।
চিকিৎসার পরও যারা ইহলোকের মায়া ত্যাগ করে তার জন্য তার দূর্ভাগ্য আর মহামান্য আজরাইল দায়ী আমি না
আমাদের একজন সহকর্মীর লেখা থেকে সংগ্রহীত।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭