ক্রিকেট নিয়ে আমাদের জাতীয় উন্মাদনা নিয়ে অনেকেই অনেক নেগেটিভ কথা বলেন। অনেকেই বলেন, দেশে যানযট সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, বেকারত্ব সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে কেন কেউ মাতামাতি করে না? কেন এগুলোর সমাধান নিয়ে কেউ সামনে আসে না? ধর্ষনের বিচারে কেউ পথে নামে না??
কারন, কাউকে না কাউকে সামনে এগিয়ে আসতে হয়, পুরো দায়িত্ব মাথায় নিতে হয়, নি:স্বার্থভাবে এগিয়ে আসতে হয়, নির্ভীক হতে হয়।
মাশরাফির মত দলনেতা আর সাকিব-মুশফিক-সাব্বির-মাহমুদউল্যাহ-মোস্তাফিজের মত একনিষ্ঠ লড়াকু খেলোয়াড় আছে বলেই ক্রিকেটের লড়াইয়ে পুরো বাংলাদেশ তাদের পেছনে এসে দাঁড়ায়, সমর্থন দেয়।
কেউ কি আছেন, সত্যিকার অর্থে মাশরাফির মত সামনে এসে দাড়াবেন এই এক একটা জাতীয় সমস্যার সমাধানে?? পারবেন নি:স্বার্থভাবে, নির্ভীক হয়ে সামনে এগিয়ে আসতে??
কেউ তো এভাবে এগিয়ে আসেন না!!
এগিয়ে আসা মানে এই নয় যে লাফ মেরে পথে নামতে হবে। যার যার জায়গা থেকে, প্রফেশন থেকে সমস্যা সমাধানে এগিয়ে আসুন, একা না পারলে দশ জন মিলে আসুন, কাজ অবশ্যই হবে। নিয়মতান্ত্রিকভাবে বুদ্ধিমত্তার সাথে এগিয়ে আসুন, অনেক জাতীয় সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ্।
কেউ সেভাবে এগিয়ে আসেন না, সাধারন মানুষ তাহলে কার পেছনে এসে দাঁড়াবে এই সমস্যাগুলোর সমাধানে??
আমি চিকিৎসক যদি এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে সোচ্চার না হই, সবাইকে এর গুরুত্ব না বোঝাতে পারি, কেউই এর বিরুদ্ধে সোচ্চার হবে না, আমরা সর্বনাশের দিকে এগিয়ে যাব!
আপনি ট্রমা সার্জন, নিউরোসার্জন, সোশাল ওয়ার্কার; রুট ট্রাফিক এক্সিডেন্টের সচেতনতায় আপনি এগিয়ে না এলে মানুষ কিভাবে সচেতন হবে, কিভাবে ডিজেবিলিটি বার্ডেন ট্যাকেল দেবেন?
আপনি আইনজীবি, নিরাপত্তা বাহিনীর সদস্য; আইনের শাসন নিশ্চিত করতে আপনি সামনে থেকে নেতৃত্ব না দিলে কিভাবে মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়বে?
একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী, তারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন সর্বোচ্চ পর্যায় থেকে। কিন্তু তাদের সাথে একাত্ব হয়ে দেশকে এগিয়ে নিতে আমাদেরকেও তো এগিয়ে আসতে হবে ভাই।
ক্রিকেট নিয়ে আমরা উন্মাদনা দেখাই, কারন মাশরাফিরা আমাদের নেতৃত্ব দিচ্ছে সামনে থেকে, জিতিয়েছে, হারার গ্লানি থেকে মুক্তি দিয়েছে; তাই সাময়িক ব্যর্থতাও আমরা মেনে নিয়ে সামনে জেতার স্বপন দেখি। এটা আমাদের ক্রিকেটারদের ক্রেডিট। ওরা একটা জায়গায় জাতিকে এক করতে পেরেছে।
তাই, যে যার জায়গা থেকে যার যা আছে, তাই নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।
বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষনটা মাঝে মাঝে মন দিয়ে শুনবেন। প্রতিটি নির্দেশনা আজীবন বাংলাদেশের কাজে লাগবেই লাগবে।
তিনি বলেছিলেন, "ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যার যা আছে, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।"
ঘরে ঘরে জ্ঞানের-প্রজ্ঞার-দক্ষতার-সংস্কৃতির-মনুষ্যত্বের দুর্গ গড়ে তুলুন, এগুলো দিয়েই আজকের দিনের জাতীয় সমস্যা নামের শত্রুর মোকাবেলা করতে হবে।
তো ভাই, শত্রুর মোকাবেলায় আপনার প্রস্তুতি কতটুকু??