প্রিয় আকাশী
কেমন আছ?গত সপ্তাহে তোমার চিঠি না পেয়ে ভাবলাম নিশ্চয়ই খুব ব্যাস্ত আছ।এখন তোমাদের ওখানে ঠান্ডা কেমন? আমাদের এখানে তো খুব ই গরম পড়া শুরু হয়েছে।অবশ্য কি মাস চলছে সেটা ও তো দেখতে হবে।আজ চৈত্রের ৪ তারিখ।কাল বৈশাখীর আমেজ শুরু হয়েছে।খুব ভ্যাপসা গরম লাগে।দুদিন আগে দুপুরের পর থেকেই খুব দম বন্ধ লাগছিল।কেমন যেন চিটচিটে গরম।সন্ধ্যা ঘনিয়ে আসতে না আসতে ই চারপাশ ঢেকে গেল কাল মেঘে।বুঝতে পারলাম ঝড় আসবে।এই রকম সময়ে খুব ই ভাল লাগে ঘরে বসে ঝড়ের তান্ডবতা উপভোগ করতে।কিন্তু আমি তো তখন আর ঘরে বসে নেই,একটা কাজে গিয়েছিলাম গুলশান এর দিকে, যেই মাত্র হুংকার দিয়ে ঝড় আসা শুরু হল, কিছুক্ষণ পর ই শুরু হল শিলাবৃষ্টি,আর তার আগে তো ধূলোঝড় ছিল ই। আমি তবু নিরাপদ একটা স্থানে দাঁড়িয়ে ঝড় দেখছিলা।খুব ইচ্ছা করছিল ভিজতে।তা তো আর সম্ভব না,সাথে ল্যাপটপ
,মোবাইল।আচ্ছা খুব ঝড়ে তোমার কি করতে ইচ্ছে করে?তোমাদের ও খানকার ঝড় গুলা ই বা কেমন?
ঝড় দেখতে না দেখতে ই এমন রুপ ধারন করল- মনে হচ্ছিল এ শহর আজ তার শেষ রাত পার করছে।হঠাত হুড়মুড়িয়ে পাশের বিল্ডিং টা যেন ভেঙ্গে পড়া শুরু করল।না বিল্ডিং না একটা বিলবোর্ড ভেঙ্গে পড়ল দু তিনটা গাড়ির উপর।ঝড় এতক্ষন যে ভয় দেখাতে পারছিলনা চারপাশে মূহুর্তের মাঝে ছড়িয়ে পড়ল সে ভয়।ঝড়ের আবহ রুপ নিল হাহাকারের ।
দুটো প্রাণ শেষ হয়ে গেল।আমি ও দিকে থাকলে তিনটি প্রাণ হতো সংখ্যায়। তাতে পত্রিকার নিউজের কোন হেরফের হত না।
ঢাকা শহরের রাস্তায় বিলবোর্ড এর সংখ্যা লাখ লাখ।দেখা যায় একতলা বিল্ডিং আর তার উপরে তিনতলার সমান বিলবোর্ড ।একটু ঝড় হলেই ভেঙ্গে পড়ে । শহরের সৌন্দর্য চিন্তা নাই করলাম,মানুষের প্রাণের চিন্তা তো আমাদের করা উচিত।আমাদের দেশের অনেক সুন্দর সুন্দর রাস্তায় হঠাত করে এমন বেখাপ্পা একটা বিলবোর্ড লাগিয়ে রাখে যা খুব ই দৃষ্টি কটু।বড় বড় কর্পোরাট কম্পানি গুলার সি আস আর(CSR ) তখন কোথায় থাকে (আচ্ছা কর্পোরাট কম্পানি মানে কি তুমি জানো? আমি ঠিক বুঝিনা কখন একটা কম্পানি কে কর্পোরাট কম্পানি বলে?) আমি আগে ভাবতাম আমাদের গরীব দেশ,গরীব সিটি কর্পোরেশন আর আমরা তেমন ট্যাক্স ও দিই না তাই এই সব দৃষ্টি কটু বিলবোর্ড টাঙ্গিয়ে আমাদের সিটি কর্পোরেশন যদি কিছু টাকা পায় অসুবিধা কী? কিন্তু আজ জানলাম এইসব বিলবোর্ড এর বেশীর ভাগ ই অবৈধ । তাহলে কি দাড়াল বিষয়টা?
না আজ আর এই ব্যপারটা নিয়ে চিন্তা করতে ইচ্ছা করছেনা।
মেলা থেকে কিনে যে বই গুলা পাঠালাম ,তার মাঝে কোনটা পড়েছ?
আজ রাখি তোমার চিঠির অপেক্ষায়