ছোট বেলা থেকে ই যখন খুব রেগে যাই তখন বাক্যে বিশেষন এবং ক্রিয়া ব্যবহারে সমস্যা হয়।তাই প্রায় সময় ই কারো উপর খুব রেগে গেলে তাকে 'কুত্তার বাচ্চা' বলে কথা বলি , কিন্তু আমি এটা জানি যে কুকুরের বাচ্চা খুবই নিরিহ
একটা প্রাণী ,সেই তুলনায় যাকে গালি দিচ্ছিলাম সে আরও ভয়ংকর।এইখানে আমার 'কুত্তার বাচ্চা' শব্দটির ব্যবহারে তাই আপনাদের নিকট আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমি একটা ছোট বেসরকারি প্রতিস্ঠানে চাকুরি করি ,তাই প্রায় সময় ই নানা কারনে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়।দেখা যায় ঘুমাতে ঘুমাতে ঘড়ির কাটা রাত একটার দিকে হেলে পড়েছে।আর আমার ছোট বোন একটি কলেজে একাদশ
শ্রেণীতে পড়ে,সে ঢাকায় নতুন এসেছে।বেচারি এখনো ঢাকার হালচাল ঠিক ধরে উঠতে পারেনি। সবসময় ছোট শহরে থেকে এখনও ঢাকার যানবাহন,পরিবেশ কোনটার সাথেই মানিয়ে নিতে পারেনি ,যদিও চেষ্টা করছে,যেমন আমি করে
চলেছি।গত ৫ বছরেও আমি ঢাকায় ঠিক মানিয়ে নিতে পারিনি।
যা বলছিলাম,আমার বোনের কলেজ সকাল ৮ টা থেকে,বাসা থেকে বাসে কলেজ যেতে হয় বিধায় মোটামুটি ৭ টা বা ৭ টা ১০ এর মাঝে ঘর থেকে বের হতে হয়।ঈদের পর কলেজ খোলার পর প্রথম দিন সকালে আমায় ঘুম থেকে জাগিয়ে বলল
"ভাইয়া দরজা টা লাগিয়ে দাও , আমি কলেজ গেলাম"।ঘুম ঘুম চোখে আমি বাইরে তাকিয়ে ঠিক বিশ্বাস করতে পারছিলাম না,আবার ঘড়ির দিকে তাকালাম, না ,ঠিক ই তো আছে ৭ টা বাজে ।হঠাৎ মাথায় নানা রকম চিন্তা এসে
ভীড় করল,সব কিছু মিলেয়ে আমরা তো ঢাকা শহরে ই থাকি।কিছুতেই সায় দিল না এই অন্ধকারে বোন কে একা একা বেরুতে দিতে ।জামা টা পড়তে পড়তে বললাম - চল তোকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।
আমি এখন প্রতিদিন সকালে বোন কে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আর অন্ধকারে ঢাকা চারপাশে নিজের ক্ষুদ্র মস্তিস্কে অনেক চিন্তা করি,কোন ভাবে ই মিলাতে পারিনা ঘড়ির কাটাঁ কেন এখন আবার আগের জায়গায় ফেরত নেয়না।
আচ্ছা আপনারা কেউ কি জানেন কোন 'কুত্তার বাচ্চা' রা এই ডি.এস.টি প্রজেক্টের সাথে জড়িত।তাদের নাম গুলা জানা আমার জন্য খুব ই দরকার।আমি তাদের নামে কোথও মামলা করতে পারবনা,তাদের বুদ্ধি বাড়ানোর কোন ওষুধ ও
দিতে পারবনা।কিন্তু সকাল বেলা বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা টুকু হাটার সময় 'কুত্তার বাচ্চা' গুলাকে 'কুত্তার বাচ্চা' গালি দিতে দিতে হাটতে পারব।