যখন আমার খুব মন খারাপ থাকে
তখন খুব ইচ্ছা করে যেন মরে যাই।
না ,এটা আত্মহত্যার মতো নয়-আবার
কেমন যেন স্বেচ্ছামৃত্যু ও নয়।এ যেন সমস্ত পৃথিবীর তৈরী
অদ্ভুত নিয়ম গুলোর বিরুদ্ধে প্রতিবাদি মৃত্যু।
জানি সে মৃত্যু পৃথিবীর কোন নিয়ম ই পাল্টাতে পারবেনা।
বরঞ্চ আরো প্রতিষ্ঠিত করবে এই প্রচলিত মিথ্যা -যে
অযোগ্য লোকেরা ই মরে যায় কিংবা
মরে যাওয়াটা ই অযোগ্যতা।
ঐ দিন এই কথাগুলাই যখন তাকে বলছিলাম-
সে সবেগে মাথা নেড়ে বলে-"কেনো?আমাকে
যখন গভীরভাবে আদর কর তখন ও তো আমার কানে
ফিসফিসিয়ে বল-সোনা ,আমার একদম মরে যেতে ইচ্ছা করে"
তারপর ভ্রু-যুগল কাঁপিয়ে বলে-"তোমার মরে যাবার ইচ্ছাটা ই যদি এত্ত
তবে জন্মালে কেন ?"
আমি হাসতে থাকি
আমার সকল শক্তি তখন নিবুনিবু প্রদীপ হয়ে
ছাদে ঝুলতে থাকে-আমার অস্তিত্ব হয়ে।
সেই সাথে ভাবনাগুলো ও স্হির হয় এই ভেবে যে-
আমরা প্রতিনিয়ত আসলে মরতে ই চাই,
জন্ম থেকে আমরা এই একটা মুহুর্তের প্রতিক্ষাতেই আছি।