.আমরা কি মানুষ আছি ?আমাদের শরীরে কি মানুষের রক্ত ? না এটা বলাটা উচিত না...আমাদের শরীরে অবশ্যই মানুষের রক্ত,কারন একাত্তরে পাকিস্তানের মানুষেরা যা করেছে তা কোনো পশু ও করতে পারেনা।আর আমরা বর্তমানে এমন ভাবে চলছি যেনো আমরা কিছু ই জানিনা।
কি লিখব বুঝতে পারছিনা...আমি মানি যে আমাদের এই বিশাল জগত এর পেছনে আবশ্যি কেউ আছেন,এবং তিনি সবকিছু দেখেন...তাকে সামনে পেলে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম,যে, তিনি একাত্তর সলে কোথায় ছিলেন...
জাফর ইকবাল স্যার এর একটা লেখায় স্যার বলেছিলেন,উনার এক বন্ধু ১৯৭১ সম্পরকে অনেক কিছু জানার পর এটা বলিছিলো যে -"১৯৭১ এ তোমাদের দেশে যে ভয়ংকর নির্যাতন হয়েছিলো তা কয়েক বছর পর তোমার নিজের দেশের লোকজন ই মানতে চাইবেনা"।আমার মনে হচ্ছে আমরা আসলে ই সেদিকে হাঁটছি।
এই সংকলনটির সাথে জড়িত সবাইকে ভালবাসা।টুটুল ভাই আপনাকে শ্রদ্ধা জানাই।
নির্যাতনের ঘটনা গুলো পড়া যায়না।কি পাশবিক,(আমি আবার পশু সমাজের কাছে ক্ষমাপ্রার্থী)।হে বিধাতা ,তুমি সেদিন কোথায় ছিলে?আজ ই বা কোথায়?
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫৯