আমি আজ এমন একটা বিষয় নিয়ে লিখব যা একান্ত ই আমার নিজের মনের কিছু ভাবনা।আর্মি সম্প্রদায়ের উপর আমার কিছু চিন্তা ভাবনাঃ
আমার মতে পুরো পৃথিবীতে আর্মি হচ্ছে এমন একটা সম্প্রদায়ের যারা অন্য অনেক সম্প্রদায়ের হতে কম মেধা সম্পন্ন ,কম যোগ্যতা সম্পন্ন কিন্তু সবচেয়ে বেশী সুবিধা ভোগ করে থাকে।
তারা প্রতিটা দেশেই ক্ষমতার কেন্দ্রবিন্দু তে থাকে অথবা থাকার চেষ্টা করে।
মানব জাতির ইতিহাসের সাথে সবচেয়ে কলঙ্কজনক যে বিষয়টি জড়িত সেটা হচ্ছে যুদ্ধ,আর সকল যুদ্ধেই মানবতার ধবংস করে এই আর্মি সম্প্রদায়। আপনারা কেউ কেউ হয়তো আমাকে বলবেন যে -আর্মি তো যুদ্ধ হলে আমাদের রক্ষা করে,কিন্তু আমার কথা হল আক্রমন করে তো আরেকটা আর্মি সম্প্রদায়।
বর্তমানে আমাদের দেশের এই নাজুক পরিস্থিতির জন্য রাজনিতিবিদ দের দোষ দেয়া হয়।আমি নিজেও তা মানি কিন্তু এই পর্যন্ত বাংলাদেশের যা বয়স তার অর্ধেক সময় শাসন করেছে এই আর্মি সম্প্রদায়।দোষ টা তাদের ও অর্ধেক।
আমার খুব হাসি পায় যখন একজন আর্মি আমাদের সৎ থাকার পরামর্শ দেয়,তাদের সুবিধা গুলো বাদ দেয়া হোক তারপর দেখাযাক সে কি বলে?আমি নিশ্চিত সে তখন প্রথমে ই বলবে-"এত কম বেতনে চলতে পারবনা।"আমার খুব দুঃখ হই যখন দেখি ঢাকা শহরের কি মুল্যবান জায়গা গুলো তারা দখল করে বসে আছে।এই যে 'ডি ও এইচ এস' গুলা,কেন বাবা ,যারা সরকারের অন্য পোষ্টে চাকুরি করে তারা কি মানুষ না?তোমরা কি এমন হয়ে গেলা যে তোমাদের কে জায়গা জমি দিয়ে রাখতে হবে? অন্যান্য সুবিধা গুলা ও কম না।একেকজন কর্নেল ,ব্রিগেডিয়ার কে কি পরিমান সুবিধা দেয়া হয় তা সাধারন একজন ডাক্তার ,ইঞ্জিনিয়ার এর সুবিধা এর তুলনায় লক্ষ ভাগের এক ভাগ।দেশ কে কি এমন দেয় তারা?
আমার এই লেখায় কোনো কিছুর ই পরিবর্তন হবেনা,কিন্তু মনের কষ্ট টুকু আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে পারলাম -এই আর কি!
যখন মনে কারো প্রতি ঘৃনা নিয়ে বেঁচে থাকতে হয় তা খুব কষ্টের হয়,তারপর অ আমি আজীবন আর্মি সম্প্রদায় কে ঘৃনা করব