শিশুর হাতের ফুটন্ত পদ্মকে যেদিন পদ্য ভেবে ভুল করেছিলাম
সেদিন থেকে আমি ভালবাসার পেছনে হন্যে হয়ে ছুটছি
লিথি নদীর পাড়ে বসে বিস্মৃত ভাবনা গুলি পাবার আশায়
আজো আমি মাথা কুটে মরছি ।
কৈশোরের সকালে কুড়িয়ে পাওয়া বিম্বিত ভাবনা গুলি মিলিয়ে
তৈরি করেছি আমার ভালবাসার রাজপ্রাসাদ।
ভুলেই গিয়েছিলাম হায় ! যৌবনের প্রারম্ভেই ঘুচে গিয়ে
সব ভাবনা-ভালবাসা হল ধূলিষ্মাত ।
তবুও আমি আশা ছাড়িনি-হাল রেখেছি ঠায় ধরে
ফিনিক্স পাখির মত তৈরি করেছি বারংবার
আমার ভালবাসা- খুঁজে বেড়িয়েছি ভালবাসার মানে
কিন্তু হায়, খোঁজাই হয়েছে সার।
প্রথম বৃষ্টির মাটির সোঁদা গন্ধ বুঝতে শিখিয়েছিলে তুমি ই আমায়
কিন্তু শেখাওনি শুধু কিভাবে বুঝতে হবে তোমায়।
--------------------------------------------------------ফেব্রুয়ারি,২০০৫
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৮