* ডক্টর ইউনুস এর মত ব্যক্তিত্ব আছে তবে আমাদের কাছে তার দাম নেই!
* মাকে সবচেয়ে বেশী ভালবাসি তবে বৃদ্ধাশ্রমে যেতে বাধা নেই!
* সিগারেট না খাওয়ার জন্য আইন আছে, তবে বাজারে সিগারেট বিক্রিতে কোন বাধা নেই!
* নারীর উপর এসিড নিক্ষেপকে সবাই ঘৃনা করে কিন্তু বাজারে এসিড সহজলভ্য কেন তা দেখার কেউ নেই!
* ফরমালিনযুক্ত খাবারে শুধু ক্ষতি আর ক্ষতি কিন্তু এই ফরমালিন বিক্রেতারা কোথায় পায় এসব দেখার সময় নেই!
* ওয়াশার পানিতে দুর্গন্ধ আর ময়লা আসে কিন্তু সেখান থেকে এই পানি আসে সেখানে কোন সমস্যা নেই!
* শিক্ষিত মানুষ আছে তবে চাকরী নেই কারন কর্মসংস্থান বাড়ানোর কোন চিন্তা কারও নেই!
* মানবাধিকার কর্মী আছে কিন্তু মানব অধিকার লংঘন হলে কোন কথা নেই!
* দেশে সাদা আর কালো টাকার অভাব নেই কিন্তু গরীবের জন্য এক টাকাও নেই!
* স্বামী/প্রেমিক আছে তবে সময় কাটানোর জন্য অন্য বন্ধুর অভাব নেই!
* নারীর অধিকার আদায়ের জন্য নারী নেতৃ আছে কিন্তু একজন নারী ২৬ টুকরা কেন? এই কথা বলার মত নারী নেতৃ নেই!
* নির্বাচনের আগে ভোট ভিক্ষার প্রচলন আছে কিন্তু নির্বাচনের পরে নেতার আর দেখা নেই!
* দেশের বড় বড় পুজিঁ বাজার আছে কিন্তু পুজিঁ নেই!
* রাস্তায় প্রচুর জ্যাম আছে কিন্তু গাড়ী-ঘোড়ার অভাব নেই!
* নদীমাতৃক দেশে আকা বাকা হাজার হাজার নদী আছে কিন্তু নদীতে পানি নেই!
আর কি বলব বলেন? বাসে করে প্রতিদিন অফিস আসা যাওয়া করি। প্রচুর বাস আছে কিন্তু সিট খালি নেই!
!!! আসুন সবাই সবাইকে ভালবাসি !!! ভুলে যাই সকল বৈষম্য !!! ধন্যবাদ !!!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৭