আমার যাত্রাপথে,
অলক্ষ্যে বহুজনের জীবন কাটিয়ে ফেলি আমি,
পুত্রের জীবন, বন্ধুর জীবন, প্রেমিকের জীবন,
কখনও শত্রুর জীবন,
কখনও বা বিচ্ছিন্ন বাউন্ডুলের জীবন।
আমার যাত্রাপথে
আমি দেখি কত শান্ত শহর একের পর এক
পেরিয়ে গেছে দূর থেকে দূরে,
কুয়াশায় ক্ষয়ে যাওয়া চাঁদের মতো
মাথার ভিতর ফেলে গেছে তার অবশেষ।
ছাইরঙা সেই জীবন আমায় বলে,
"আর নয়,
আর নয় পথ হাঁটা,
বাকিটুকু সময় না হয় কেটে যাক
পথের ধারে বসে। "
আমার যাত্রাপথে
আমি বেঁচে গেছি সব ষড়যন্ত্র থেকে,
সুমন্ত্রনা-কুমন্ত্রনা ছড়িয়ে ছিলো জালের মতো
হালকা পায়ে নিঃশব্দে চলতে গিয়ে
অনেকটা সময় চলে গেলো,
সচেতন সে মন নিয়ে
আমার যাত্রাপথে
আর কিছুই পাওয়ার নেই বাকি।
আমার সে ফেলে যাওয়া ধূসরতা
আমার সে ঘটনাময় অতীত
এইবার তোমায় বিদায় দেওয়ার পালা,
আমার কাঁধে মাথা রাখো বন্ধু
প্রতিজ্ঞায় বিদ্ধ জীবনের শেষটুকু শক্তি দিয়ে
চলো তোমায় নিয়ে যায়
দূরে, বহুদূরে।
দেখো ভবিষ্যতের দুঃস্বপ্ন কীভাবে ছারখার করে
দিচ্ছে আমার রাতঘুমের কোমলতা,
তুমি এসো
খুব দেরী হয়ে যাওয়ার আগেই
তোমায় সুখকর বিদায় দিয় বন্ধু।
ঋণস্বীকার: Porcupine Tree
(কবিতাটি এদের Deadwing অ্যালবামের Lazarus নামক গানটির ছায়া অবলম্বন করছে।)
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬