somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কলেজপড়ুয়া, সাহিত্যপ্রেমী। মূলত কবিতা লেখাই পছন্দ। সদ্য ব্লগারু। ভিতর থেকে না এলে কদাচিৎ লিখি। ফেসবুক প্রোফাইল: https://m.facebook.com/samya.roy.77/

আমার পরিসংখ্যান

অনর্থদর্শী
quote icon
এ বাড়িতে নেই কিছু, থাকার কথাও নয়, সরীসৃপ-খোলস আর সোঁদা মাটির গন্ধ জড়িয়ে পড়ে আছে শুধু অনুভব। নেবে কিছু?
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

একটি সম্পর্কের রাত

লিখেছেন অনর্থদর্শী, ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩৫



আমাদের স্বপ্নের গুটিপোকাগুলো ঝুলতে থাকে শহরের গাছে গাছে,
কোন সে ভোরে মথের দল ছড়িয়ে গেছিলো ডিম শিশিরের সাথে-
শহরের পরতে পরতে,
সে দারুন স্বপ্নগুলো মেলবে ডানা আজ এই বন্ধ্যা রাতে
নিস্তব্ধ এই রাত এক আকাশ কালো অন্ধকার মুড়ে ঘুমিয়েছে,
শহরের অলিগলিতে যখন ভালোবাসা বিক্রি হবে অনেক সস্তা দরে
তখন আমার ভিতরে বাসা বাঁধবে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

অনুসন্ধান

লিখেছেন অনর্থদর্শী, ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১২


"We only have to look at ourselves to see how life might develop into something we wouldn't want to see."-Stephen Hawking
(১)
যে উদ্দেশ্যের পথে উদভ্রান্ত আজীবন
যে প্রাপ্তির আশায় নিদ্রাহীন প্রতিটা রাত
যাত্রার সে ক্লান্তি আজ আমার প্রয়াসকে প্রশ্ন করেছে।
অনিবার্য এক নিলীন শুন্যতা আজ
আমার যত্নকে প্রশ্ন করেছে, সে কি নির্লোভ?
আমার বিশ্বাসকে প্রশ্ন করেছে,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

প্রতীতি

লিখেছেন অনর্থদর্শী, ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫



(১)
আমি ভেবেছি
বোঝার চেষ্টা করেছি,
সফল হতে না চেয়েও দুঃখ পেয়েছি বারবার,
আর জানতে পেরেছি এই শহরের অসুখ আমি নিজে।
আমার দলে আর যারা ছিলো বলে
আমার, শুধু আমার ধারনা তারা সবাই
নিজেদের এড়িয়ে যেতে চেয়েছি নানা কৌশলে,
পরস্পর মুখ চাওয়াচাওয়ি বন্ধ করেছি ভয়ে,
লজ্জায়,
আত্মগ্লানিতে!
(২)
সন্ধ্যে থেকে রাত হয়ে যায় শহরে,
স্তব্ধ ধোঁয়া জমা ঘরে তর্ক উঠেছে জোর,
পাশের... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

প্রেমচাঁদ বড়াল লেন

লিখেছেন অনর্থদর্শী, ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯


(১)
শেষ মুহুর্তটুকু আঁকড়ে ধরে আছো তুমি,
হাত ছিনিয়ে নিয়েছে অচেনা কোনো হাত
স্পর্শগুলো গা ঘিনঘিন করে ওঠার আগেই
ঘুম  ভেঙে গেছিলো তোমার।

এখানে কিন্তু ঘুম ভাঙেনি আজও কারো,
বেঁচে থাকার অভ্যাসে ভর করে
মাথা তুলেছে এক-একটা বাড়ি
দুঃস্বপ্নের আস্তাকুঁড়ে।
যার উচ্চতা আকাশ ছোঁবে না কোনোদিন
সে ইমারতের প্রতিটা ইঁট রাতে চোখ বুজে থাকে,
প্লাস্টারখসা উলঙ্গ দেওয়াল থেকে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৩৮১ বার পঠিত     like!

অক্ষম শব্দগুচ্ছ

লিখেছেন অনর্থদর্শী, ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৩


এ জীবন একটা সাদা খাতা

মাথার ভিতর কত প্রশ্ন আসা-যাওয়া করে রোজ,
তাদের উত্তর কখনও ডাস্টবিনে ফেলে দিতে হয়, কখনও লিখে রাখতে হয়
শব্দের আড়ালে,
প্রিয় ডায়েরিতে।

প্রতি পৃষ্ঠাতেই কিছু লিখো।
হালকা কথা হোক বা ভারী
অকারন বা খামখেয়ালি,
বিবেচনার স্রোতে দিনগুলো বয়ে যেতে দিও না
তাদের লিখে রেখো।

শেষ পাতা লেখার সময় পাতাগুলো উল্টে দেখো... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫৩৮ বার পঠিত     like!

আমার যাত্রাপথে

লিখেছেন অনর্থদর্শী, ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪


আমার যাত্রাপথে,
অলক্ষ্যে বহুজনের জীবন কাটিয়ে ফেলি আমি,
পুত্রের জীবন, বন্ধুর জীবন, প্রেমিকের জীবন,
কখনও শত্রুর জীবন,
কখনও বা বিচ্ছিন্ন বাউন্ডুলের জীবন।
আমার যাত্রাপথে
আমি দেখি কত শান্ত শহর একের পর এক
পেরিয়ে গেছে দূর থেকে দূরে,
কুয়াশায় ক্ষয়ে যাওয়া চাঁদের মতো
মাথার ভিতর ফেলে গেছে তার অবশেষ।
ছাইরঙা সেই জীবন আমায় বলে,
"আর নয়,
আর নয় পথ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

একটি রাত ও কবির জন্ম (৩)

লিখেছেন অনর্থদর্শী, ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১১




ভাঙ্গামেলার শেষ রাত এসে জড়ো হয় শহরের এইপ্রান্তে,
ব্যস্ততার মাঝেও যেন বিচ্ছিন্ন দ্বীপে বেড়ে ওঠে নিস্তব্ধতা,
তাকে তুমি লালন করেছো স্নেহময়ী মায়ের মতো,
দূরে সরিয়ে রেখছো মাতাল রিক্সাওয়ালাদের উচ্চস্বরে গান
আর ফুটপাথে দাঁড়িয়ে তাদেরই রমনীদের বাড়তে থাকা কলহ
দূরে সরিয়ে রাখছো কতকিছু না পাওয়া ওদের সন্তানদের কান্না,
যত্ন নিয়ে কত নিষ্ঠুর হতে শিখেছো তুমি।
হঠাৎ এ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!

একটি রাত ও কবির জন্ম (২)

লিখেছেন অনর্থদর্শী, ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪




সারাটাদিন মায়ারাজ্য দাপিয়ে বেড়িয়েছো
অনুভবগুলো ছড়িয়ে ছিলো রাস্তার মোড়ে মোড়ে,
গলির দুধারে,
ফুটপাথের পাশের ঝুঁপড়ি আর বহুতলের ভিতর,
উলঙ্গ শিশুদের সহাস্য মুখে,
ছড়িয়ে ছিলো ফুলের মতো।
মালা গাঁথবে বলে ঝুলিতে ভরলে কবি?
ভুল ভাবলে
এ যে কাঁটার মুকুট।
যন্ত্রনার সাথে সাথে রক্তচাপ বাড়ে,
হৃদপিন্ডের ধুকপুকানি বেড়ে যায়
যদি মনে করো এ যুদ্ধক্ষেত্র, তবে তাই।
অনুভবগুলো বুকে নিয়ে তুমি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

একটি রাত ও কবির জন্ম (১)

লিখেছেন অনর্থদর্শী, ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬



আজ এ মধ্যরাত এক কবির জন্ম দেবে
আর এ নিকষ কালো অন্ধকার হবে তার কবিতা
স্থবির আকাশে তারাদের মতো উজ্জ্বল হয়ে
জেগে উঠবে এক-একটা শব্দ।
দূরে দিগন্ত দেখা যায় না বলে আপসোস করো না
উঁচু-নিচু যে জ্যামিতিক রেখা বেষ্টন করে আছে তোমায়,
তাতে মন দাও
দেখো যেন জ্বলন্ত বলয়ের মতো গিলতে আসছে
নিজেকে মনে হচ্ছে সার্কাসের... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     like!

পাগল

লিখেছেন অনর্থদর্শী, ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৭



আর কিছু মনে নেই,
মনে রাখার কথাও নয়।

মনে আছে ঘুম ভাঙ্গা চোখে দেখা আকাশ
মেঘেদের খোলা ছাদে আলোর ব্যাপন।
মনে নেই সময় গড়িয়ে কখন হয়েছে দুপুর
চোখে ছ্যাঁকা নিয়ে চুপিচুপি ফিরেছি ঘরে,
মনে নেই ফুলওয়ালি কি দাম চেয়েছিলো,
একগোছা ফুল নিয়ে আনমনে দিয়েছি, যা
দাম চেয়েছিলো, হয়তো বা তারও বেশি
মনে নেই, মনে নেই আর কিছু।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

অন্ধকার নদী

লিখেছেন অনর্থদর্শী, ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪২



“আজ তবে নাইবা বলা হলো
পাথরগুলোর কথা,
ওরা রয়ে যাবে ওদের মতো,
নিজের ওজনভারে হৃদয়ে নিমজ্জিত..”

শেষ রাতে ঘাটের পাড়ে বসে দেখি আমি
নদী বয়ে যায় তার অলস গতিতে,
চেনা নদীতে ভেসে ওঠে অচেনা জলের ঢেউ।
তাতে কত গল্প মেশানো থাকে,
কত হাসি, কত দুঃখ
কত উদ্বেল চোখের জল
কত নিস্ফল দিনরাত্রির দীর্ঘশ্বাস,
কত স্বপ্ন, কত নিরাশা,
কত ব্যর্থতার... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩৬৬ বার পঠিত     like!

সভ্যতা আমি পালাবোই

লিখেছেন অনর্থদর্শী, ১১ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৮



পুরোটা আকাশ নিংড়ে আজ আমি বৃষ্টি আনবো সাহারায়,
যে তপ্ত বালুকনারা তৃষ্নার্ত আজীবন,
তাদের জন্য আমি দগ্ধ হতে রাজি দারুন বজ্রাঘাতে।
এই যে ঘনায়মান অন্ধকার চারিদিকে
গিলে খেতে আসছে অ্যামিবার মতো,
তারা আজ যে কারনে হোক ভালোবেসে ফেলেছে উন্মুক্ত হাওয়াকে,
আর যে উন্মুক্ত হাওয়া একদিন পালিয়েছিলো শহর থেকে
সব ফুলের গন্ধ নিয়ে,
সে ফুলের গন্ধ আজ আমার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

এ কবিতা নয়, আর্তি আমার

লিখেছেন অনর্থদর্শী, ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৩




তোমার বুকের ওপর দিয়ে যে লোহার শেকলটা গেছে,
তাকে আরো মজবুত করতে হবে,
নইলে তোমায় মারবো কিভাবে বলো?
আমরা কুৎসা করতে শিখেছি এখন,
মায়ের ভাষায় স্লোগান ওঠে আর তার পিছনে গাল,
মা, তুমি কাঁদো, আরো কাঁদো,
আমরা তোমার চোখের জল,
না থুড়ি পানি দেখে
আনন্দেতে, আরও আনন্দেতে ফূর্তি করি সবাই,
তোমার কথা ভাববো কেনো বলো?
এই তো বেশ আছি,
দিনকেদিন গ্লোবাল... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৪৬ বার পঠিত     like!

শারীরিক প্রেম

লিখেছেন অনর্থদর্শী, ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ২:০০


(১)
লজ্জার খোলস পিছলে বেরিয়ে আসে দুটি মাংসল দেহ,
সৃষ্টির আদিমতম যজ্ঞে লিপ্ত হবার বাসনা নিয়ে
প্রাকৃতিক নিয়মে সাজানো বিছানায় ঝরে পড়ে অস্ফুট মন্ত্রোচ্চারন,
কম্পমান শরীর ছিঁড়ে যায় বিদ্যুতপ্রবাহে
টুকরো টুকরো পড়ে থাকে আলগা দেহাবশেষ,
বিশৃঙ্খলা ব্রহ্মান্ডজুড়ে,
মায়াময় অন্ধকার ভরে ওঠে জাগতিক উন্মাদনায়।

(২)
তোমার শরীরে তুমি গোটা পৃথিবী ধারন করো,
কোঙ্কন উপকূলের ঝড় আছড়ে পড়ে তোমার খোলা চুলে
ভয়ানক... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩০৭ বার পঠিত     like!

চেতনা

লিখেছেন অনর্থদর্শী, ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৩:২৮


আমার দেহ পরজীবীর বাসা,
কোশে কোশে জন্ম নেয় শব্দ ছত্রাকের মতো,
যন্ত্রনার সাথে সাথে ওরা
বেহিসেবিভাবে বাড়তে থাকে ঘুমহীন রাত্রিগুলোয়।
রূপোলি আলোয় এ শহর যেন কবর খুঁড়ে জেগে ওঠা মহেঞ্জোদারো,
সময়নদীর চোরাস্রোতের ফাঁকে
স্তব্ধ আলো বলে যায় চুপিচুপি,
"ক্ষয় হোক, ক্ষয় হোক, তোমার মানব,
মিলিয়ে যাও আমাদের সাথে,
তবেই মুক্তি, তবেই স্থিতি। ”

অস্থায়ী মুহূর্তরা দিয়ে যায় প্রাপ্তির আশ্বাস.. বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫২১৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ