আজ এ মধ্যরাত এক কবির জন্ম দেবে
আর এ নিকষ কালো অন্ধকার হবে তার কবিতা
স্থবির আকাশে তারাদের মতো উজ্জ্বল হয়ে
জেগে উঠবে এক-একটা শব্দ।
দূরে দিগন্ত দেখা যায় না বলে আপসোস করো না
উঁচু-নিচু যে জ্যামিতিক রেখা বেষ্টন করে আছে তোমায়,
তাতে মন দাও
দেখো যেন জ্বলন্ত বলয়ের মতো গিলতে আসছে
নিজেকে মনে হচ্ছে সার্কাসের সিংহ,
কোনো এক অজ্ঞাত রিংমাস্টারের আদেশে গর্জন করলে যেই
পাশের বাড়ির রগচটা বুড়ো চেঁচিয়ে উঠলো তোমার দিকে,
সিংহ রিংমাস্টারসহ পালিয়ে গেলে
সার্কাসের সেই গুঞ্জন ফিকে হয়ে ওঠে,
সামনে পড়ে থাকে শুধু একটা সাদা পাতা।
তারাদের আলো উজ্জ্বল হয়
স্পষ্ট শব্দগুলো ভেসে বেড়ায়
শহরের হাওয়ায়।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭