আর কিছু মনে নেই,
মনে রাখার কথাও নয়।
মনে আছে ঘুম ভাঙ্গা চোখে দেখা আকাশ
মেঘেদের খোলা ছাদে আলোর ব্যাপন।
মনে নেই সময় গড়িয়ে কখন হয়েছে দুপুর
চোখে ছ্যাঁকা নিয়ে চুপিচুপি ফিরেছি ঘরে,
মনে নেই ফুলওয়ালি কি দাম চেয়েছিলো,
একগোছা ফুল নিয়ে আনমনে দিয়েছি, যা
দাম চেয়েছিলো, হয়তো বা তারও বেশি
মনে নেই, মনে নেই আর কিছু।
তবু মনে আছে
সে তরুনীটি একবার ফিরে চেয়েছিলো,
গভীর সে চোখ আমি সযত্নে তুলে রেখেছি।
মনে আছে কত কথা হয়েছিলো একদিন
ঘরে ফেরার পথে সকলের সাথে,
কত হাসি, কত ভালোবাসা জড়িয়ে ছিলো
শীতের চাঁদর হয়ে সেদিন।
ঘরে ফিরে দেখেছি রমনীর উলঙ্গ দেহ
পড়ে আছে মেঝের ওপর,
গলাতে জড়ানো ওর শাড়ির আঁচল।
আর মনে নেই
আর মনে নেই কিছু
মনে নেই নাম, মনে নেই ঠিকানা,
মনে নেই কী ভাষায় কথা বলি আমি!
ওরা যা বলে সেই নামেই নিজেকে ডাকি,
পাগল আমি
ফুটপাথ ছড়ানো ভাত
খুটে খাওয়া বদ্ধ পাগল এক।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৮