“আজ তবে নাইবা বলা হলো
পাথরগুলোর কথা,
ওরা রয়ে যাবে ওদের মতো,
নিজের ওজনভারে হৃদয়ে নিমজ্জিত..”
শেষ রাতে ঘাটের পাড়ে বসে দেখি আমি
নদী বয়ে যায় তার অলস গতিতে,
চেনা নদীতে ভেসে ওঠে অচেনা জলের ঢেউ।
তাতে কত গল্প মেশানো থাকে,
কত হাসি, কত দুঃখ
কত উদ্বেল চোখের জল
কত নিস্ফল দিনরাত্রির দীর্ঘশ্বাস,
কত স্বপ্ন, কত নিরাশা,
কত ব্যর্থতার জয়গান
কত ঘুরে দাঁড়াবার দারুন প্রত্যয়,
আমি সব মন দিয়ে শুনি।
শেষ রাত্তিরে নদীটা আমায়-
শুধু আমায় প্রশ্ন করবে বলে জেগে ওঠে যেন,
আমি অন্ধকারে চুপটি করে লুকিয়ে থাকি।
তবু হায়! কী জানি কোন মূহুর্তের দুর্বলতায়,
হাতের মুঠো আলগা হয়ে যায়,
চেপে ধরা অনুভবগুলো গড়িয়ে যায় সিঁড়ির ধাপ বেয়ে,
মিশে যায় নিঃশব্দে অন্ধকার জলে।
নদী বয়ে চলে তার অলস গতিতে, বলে যায়
"আজ তবে নাই বা বলা হলো,
পাথরগুলোর কথা..."
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪