পুরোটা আকাশ নিংড়ে আজ আমি বৃষ্টি আনবো সাহারায়,
যে তপ্ত বালুকনারা তৃষ্নার্ত আজীবন,
তাদের জন্য আমি দগ্ধ হতে রাজি দারুন বজ্রাঘাতে।
এই যে ঘনায়মান অন্ধকার চারিদিকে
গিলে খেতে আসছে অ্যামিবার মতো,
তারা আজ যে কারনে হোক ভালোবেসে ফেলেছে উন্মুক্ত হাওয়াকে,
আর যে উন্মুক্ত হাওয়া একদিন পালিয়েছিলো শহর থেকে
সব ফুলের গন্ধ নিয়ে,
সে ফুলের গন্ধ আজ আমার কাছে এসেছে।
আমার ভেতরে দেখি দারুন সব স্বপ্নে
রাতারাতি সভ্যতা গড়ে ওঠে,
হাজার হাজার বছরের নীরবতা একসঙ্গে চিৎকার করে জানায়,“সব বেঁচে আছে, সব সুখে আছে,
তুমি নির্ভয়ে এগিয়ে যাও। ”
আমার তাইতো এতটুকু সময় নেই নষ্ট করার,
এতটুকু জায়গা নেই যেখানে বিশ্রাম করি
আমায় শুধু বয়ে যেতে হবে নদীর মতো,
পলি-কাঁদা-পাথর সব সুদ্ধু।
চারিদিকে তাকিয়ে দেখলে তুমি অনেককিছুই পাবে যা তোমার কাছে তুচ্ছ,
তবে আমার কাছে নয়,
সমাজ, রাষ্ট্র, তত্ত্ব, তর্ক- যা নিয়ে তুমি রোজ গর্বে বুক ফোলাও
আজ তা বড়ো নকল মনে হয়,
তার চেয়ে চলো পাতাঝরার শব্দ শুনি,
অথবা চলো একসাথে বসে ফুল ফুটতে দেখি।
এদিকে অরন্যে বৃষ্টি নামতে দেরি নেই
সেই বৃষ্টি আমায় বয়ে আনতে হবে এই মরুভূমে,
সভ্যতার আঘাত সইতে রাজি আমি,
রাজি মরতেও,
পৃথিবীর অতি তুচ্ছ কারনে আমি গেয়েই উঠতে পারি মাটির গভীরে থাকা সেই বিষাদতম গান,
তবে সভ্যতা আজ আমি পালাবোই তোমায় ছেড়ে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৬ রাত ১:১০