(১)
লজ্জার খোলস পিছলে বেরিয়ে আসে দুটি মাংসল দেহ,
সৃষ্টির আদিমতম যজ্ঞে লিপ্ত হবার বাসনা নিয়ে
প্রাকৃতিক নিয়মে সাজানো বিছানায় ঝরে পড়ে অস্ফুট মন্ত্রোচ্চারন,
কম্পমান শরীর ছিঁড়ে যায় বিদ্যুতপ্রবাহে
টুকরো টুকরো পড়ে থাকে আলগা দেহাবশেষ,
বিশৃঙ্খলা ব্রহ্মান্ডজুড়ে,
মায়াময় অন্ধকার ভরে ওঠে জাগতিক উন্মাদনায়।
(২)
তোমার শরীরে তুমি গোটা পৃথিবী ধারন করো,
কোঙ্কন উপকূলের ঝড় আছড়ে পড়ে তোমার খোলা চুলে
ভয়ানক উষ্ণ তোমার আলিঙ্গন যেন উত্তপ্ত সাহারা,
চোখের সজল গভীরতা কোনো অনাবিষ্কৃত মহাসাগরীয় খাত।
অনুভূতি সততা হারায়, ক্লিশে হয় শারীরিক প্রেম,
আমি তবু করেছি আবিষ্কার তোমার চেতনার
যা তুমি এতকাল লুকিয়ে রেখেছো গোপন অভ্যাসে।
(৩)
জাহাজ মাস্তুলসহ পাড়ে এসে ভাঙ্গে,
আহত, আমি সত্যিই আহত।
পেশি সাড়হীন, বিকলাঙ্গ দেহ নিয়ে
উঠে দাড়াবার শক্তি নেই আর
মজ্জায় মজ্জায় ঢুকে গেছে আরাম আলস্য,
"অর্গ্যাজম, অর্গ্যাজম"
কলরবে ভেসে যায় নিমজ্জিত গ্রন্থিদল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ২:০০