আমার দেহ পরজীবীর বাসা,
কোশে কোশে জন্ম নেয় শব্দ ছত্রাকের মতো,
যন্ত্রনার সাথে সাথে ওরা
বেহিসেবিভাবে বাড়তে থাকে ঘুমহীন রাত্রিগুলোয়।
রূপোলি আলোয় এ শহর যেন কবর খুঁড়ে জেগে ওঠা মহেঞ্জোদারো,
সময়নদীর চোরাস্রোতের ফাঁকে
স্তব্ধ আলো বলে যায় চুপিচুপি,
"ক্ষয় হোক, ক্ষয় হোক, তোমার মানব,
মিলিয়ে যাও আমাদের সাথে,
তবেই মুক্তি, তবেই স্থিতি। ”
অস্থায়ী মুহূর্তরা দিয়ে যায় প্রাপ্তির আশ্বাস..
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৩:২৯