তোমার না শেষ হওয়া কৌতুহল আমার জীবনযাপন ঘিরে,
তোমার অগুন্তি প্রশ্নের তীর ঝাঁঝরা করবে বলে ধেঁয়ে আসে আমার দিকে প্রত্যহ,
কেনো?
কেনো তোমার বিশ্বাস আর তুমি একসাথে ঘর করতে পারছো না?
কেনো তোমার মাথার ভেতর অনেকগুলো চিৎকার শুনে ঘুমহীন রাত কাটাচ্ছো তুমি?
কেনো? কেনো বলো?
আমি তো কবেই উলঙ্গ হয়ে দাঁড়িয়েছি তোমার সামনে,
তোমার পায়ের কাছে খুলে রেখেছি আমার সব গোপনীয়তা,
আমার শরীরের অজস্র রোমকূপে তো কবে থেকেই খোদাই করে রেখেছো শুধু তোমার নাম,
আমি তো কবেই ঘোষনা করেছি আমার শরীরের যাবতীয় ক্ষতচিহ্নে শুধু তোমার অবদান,
তবুও কেনো? বলো কেনো, কেনো, কেনো?
তবে এরপরও যদি না বোঝো,
আমি আমার শর্তে জীবন কাটাবো
হোক না সে অভিশপ্ত জীবন,
দারুন সব রাতে স্মৃতিতে ফিরে ফিরে আসুক না
তোমার জ্বলন্ত স্তন, যোনি, ঠোঁট, চুল, নখ,
পোর্সেলিনের ত্বক, তানপুরা নিতম্ব,
পুড়ে যাক তোমার দেহ আমার দুস্বপ্নের লেলিহান শিখায়,
আমি অভিশাপ নিয়েই না হয় বাকি জীবনটা কাটাবো।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২১