
কোন একটা মুভি দেখার পর আইএমডিবি তে গিয়ে ওটার সম্পর্কে হাল্কা খোঁজ খবর নেয়া আমার মেলা দিনের পুরোনো অভ্যাস।ভালো কোন কিছু দেখার পরে অটার কুশীলবদের সম্পর্কে জানতে ইচ্ছা করে, মুভিটা কিভাবে বানানো হয়েছে,বানানোর পরেও ওটার মধ্যে কোন ভূল রয়ে গিয়েছে কিনা তা পড়তে ভালোই লাগে। আই এম ডি বির ইউজার রিভিউ আর আই এম ডি বি বোর্ড অপশন দুটো আমার খুব প্রিয়। প্রিয় মুভিটা সম্পরকে নানা কিছু জানা যায় ওখানে।
কিছুদিন আগে “শারলক” দেখলাম। ২ সিসন এর সিরিয়াল টা বেশ ভালো লেগেছে কিন্তু এক্টা বিষয়ে খুব খটকা লাগছিল। শারলক হোমস এমনিতেই আমার খুব প্রিয় একটা চরিত্র এবং ডয়েল এর লেখা শারলক এর সবকটি বই এর বাংলা অনুবাদ পড়া হয়েছিল অনেক আগেই।ঠোটে পাইপ ছাড়া শারলক কে তাই মেনে নিতে পারছিলাম না কিছুতেই। তাই ভাবলাম আইএমডিবির শারলক পেজ টাতে একটু প্রতিবাদ করে আসি শারলক এর উপর এহেন প্রকারের অত্যাচার করার কারনে। সে অনুযায়ী দিএও দিলাম একখানা পোস্ট। ধারণাতেই ছিল যদি কোন রিপ্লাই আসে অবশ্যই তা নেতিবাচক ই হবে। আধুনিক জমানার মানউষের সিগারেট এর প্রতি ভালবাসা থাকার কোন কারণ থাকতে পারেনা।
অনুমান খুব একটা ভুল ছিলোনা। সিগারেট এর প্রতি সবার ধারণা নেতিবাচকই, কিন্তু যা দেখে অবাক হলাম তা হল ওদের সচেতনতা দেখে। কিছু সিনেমা দেখে আমার ধারণা হয়েছিল, পশ্চিমে সিগারেট হয়তো আগের মত চলেনা, কিন্তু ও দেশের সরকার যে এ নিয়ে এত কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে তা জানা ছিলনা।তাদের workplaces, cafes, taxis, trains, train stations, public buildings and various others সবই স্মোক ফ্রি! আর একটু সার্চ দিয়া জানতে পারলাম এক প্যাকেট মার্লবোরোর দাম পড়ে প্রায় ৬ ইউরো। (টাকার হিসাব টা নাই করলাম!)
প্রশ্ন হচ্ছে ব্রিটিশ রা যখন এভাবে ধূমপান ছেড়ে দিচ্ছে, আমাদের বাঙ্গালীদের কি দরকার ব্রিটিশ আমেরিচান টোবাকোর ব্যাবসা জিইয়ে রাখার?? আমাদের ও মনে হয় একটু সচেতন হবার সময় এসেছে!
তবে আমরা বোধহয় একটু বেশিই পান করছি…গত মাসেই দেখলাম বাজারে মার্ল্বোরো আর বেন্সন নতুন ২ রকমের সিগারেট এসেছে……
আমার পোস্টটার লিঙ্ক আই এম ডিবি
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫১