পদ্মকর্ণিকা সম মায়াবাস গড়বো।
পদ্মবীজের মতো মুখ তোলে চোখ বুজে তুমি;
অনুভবে দেখবে-
আমাদের শরীরে রানীমাছরা খেলা করে।
হালকা মেহেদীরঙ্গা রানীমাছ
তোমার আমার বুক-অ্যাকোরিয়ামে
পাতালের টান নিয়ে আসবে।
রূপকথার রাক্ষস নয়বার কুর্ণিশ করে
আমাদের চত্তরেই রেখে যাবে তার প্রাণভোমরা।
তারপর রাক্ষসের ঘাড়ে চেপে মুক্তি দেব
আমাদের যাবতীয় লাল-নীল-বেগুনী।
ব্যাথাতুর অতীত ব্যতীত কে হয়েছে প্রকৃত সম্রাট?
বেহেশত নকশার তেরোটা ভৈরবী তাস-
ইন্দ্রজলসায় আকাশ রাজ্য বাজি ধরেছি আজ।