পারমেনাইডিসের মতে " জগতের সমস্ত কিছুই এক, একক-অবিভাজ্য, স্থির, চিরন্তন এবং পরিবর্তনহীন "
পারমেনাইডিস (আনুঃ- খ্রিঃ পূঃ ৫ম শতাব্দী)
তাঁর কাজের মধ্যে "On Nature" নামক বইয়ে বিচ্ছিন্ন ভাবে ১৬০ লাইনের কবিতাই শুধু টিকে আছে; ধারণা করা হয় মূল বইয়ে ছিল ৩০০০ লাইন।
পারমেনাইডিসের মতে," অস্তিত্বহীনতা বা শূন্যতা থেকে কিছুই আসতে পারেনা এবং কারো পক্ষেই যা নেই, তার ধারণা করা অসম্ভব।"
ল্যাটিন ( Ex Nihilo Nihil Fit )
যুক্তিতে বলা যায়, বক+কচ্ছপ=বকচ্ছপ, কিন্তু বাস্তবে "বকচ্ছপ " আমরা কথাও দেখিনা, তবে এটি আসলো কোথ থেকে। এর উৎপত্তি আমাদের মন থেকে, বকচ্ছপ আমাদের মনে অস্তিত্বশীল সুতরাং বকচ্ছপের বাস্তবতা আমাদের চেতনায় । এভাবে পারমেনিডিস আমাদের দেখান অনস্তিত্ব (negative existence) অর্থাৎ অস্তিত্বের বিপরীত চিন্তা করা অসম্ভব। অতএব শুধু তাই ভাবা সম্ভব যার অস্তিত্ব রয়েছে।
রাফায়েলের"The School of Athens"থেকে(১১নং figure)
এবার যাওয়া যাক পারমেনাইডিসের অবরোহী যুক্তির দ্বিতীয় অংশে যা পাশ্চাত্য চিন্তার জানা ইতিহাসে "অবরোহী যুক্তির" প্রথম প্রয়োগ।
ধরা যাক, এমন কিছু আমরা চিন্তা করলাম, যা কিছুই না। যেমনঃ কোনো কিছু লাল হলে তা নীল নয়, মানুষ হলে হাতি নয়, কুকুর হলে তা গাছ নয়, যা গরম তা ঠাণ্ডা নয়। কিন্তু পারমেনিডিস আগেই প্রমাণ করেছেন, কিছুই নয় (Negative Existence) এ ধরনের চিন্তা অসম্ভব। সে হিসেবে বলা যায়, কেউই (Positive Existence) অস্তিত্বের বৈপরীত্য পৃথক করতে পারবে না। তাই পারমেনিডিসের যুক্তি মতে, "ক" আলাদা "খ" থেকে এর মানে এই যে "ক"; "খ" নয় (Negative Existence) যা চূড়ান্ত ভাবে অসম্ভব। সেহেতু কারু পক্ষেই বিশ্বের বিবিধ জিনিসের মধ্যে পার্থক্য বেড়করা সম্ভব নয়। তাই পারমেনিডিসের মতে, বাস্তবতার সত্যিকারের প্রকৃতি সম্পর্কে কেউ শুধু এতটুকু বলতে পারবে যে, সবই এক, একক এবং অনন্য।
একই ভাবে তিনি বলেন,(হেরাক্লিটাসের সম্পূর্ণ বিপরীত ) কেউ যখন অতীতের কথা বলে, ঠিক ঐ মুহূর্তে অতীত তার মাঝে বর্তমান, অন্যদিকে ভবিষ্যতের চিন্তা মানেই এর অস্তিত্ব বর্তমানে মনের মধ্যে উপস্থিত। সুতরাং "ভবিষ্যতে হবে অথবা অতীতে হয়েছিল" এই উপলব্ধি "বিভ্রম" ছাড়া আর কিছুই নয় । তাই তিনি উপসংহারে আসেন " পরিবর্তন অসম্ভব, অতএব সবই এক, একক, অবিভাজ্য, পরিবর্তনহীন, স্থির এবং চিরন্তন "
(ভুল-ত্রুটি নিজগুণে ক্ষমা করবেন, এবং ভুল-ত্রুটি কেউ উল্লেখ করলে যথাসম্ভব সংশোধন করে নেব)
আরও জানতে:- ১) পারমেনাইডিস ২) পারমেনাইডিস ৩) পারমেনাইডিস
A History of Western Philosophy by Bertrand Russell(chapter 5)
Philosophy 100 Essential Thinkers by Philip Stokes(page,16-17)
পূর্ববর্তী পোস্ট:
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (১) :- পানি বা জল তত্ত্ব
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ(২) :- অসীম বা সীমাহীনতা তত্ত্ব
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ(৩) :- বায়ু মতবাদ
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (৪) :- সংখ্যা মতবাদ
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (৫) :- গ্রিক একেশ্বরবাদ
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (৬) :- অনিত্য বা পরিবর্তনশীলতা
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮