তুমি কি দেখেছ জীবনের বাস্তবতা ,
দেখনি কারণ তুমি বাস কর স্বপ্নলোকে ।
তুমি কি দেখেছ জীবনের নিষ্ঠুরতা ,
দেখনি কারণ তুমি বাস কর অলীক স্বর্গরাজ্যে ।
তুমি কি দেখেছ দুঃখের কালোরূপ ,
দেখনি কারণ তুমি বাস কর সুখস্বর্গে ।
তুমি কি দেখেছ মানুষের কষ্ট ,
দেখনি কারণ তোমার জগতে কেবল আনন্দের সমাহার ।
তবু তোমার মনে সুখ নেই ,
কারণ তোমার জগত্ অলীক মরীচিকা মাত্র ।
ভেঙে ফেলো তোমার সে অলীক জগত্ ,
বেরিয়ে এসো সে নিগড় থেকে ,
দেখো প্রকৃত জগতকে ,
কাজ করো মানুষের কল্যাণে ,
তবেই খুঁজে পাবে প্রকৃত সুখ ।