শিক্ষক হয়ে আমি কেন রাজনীতি করি? আমি রাজনীতি করি তবে র্দূনীতি করি না। আমি রাজনীতি করি বাঁচার জন্য, আমার অধিকার প্রতিষ্ঠার জন্য, আর কেউ যাতে কোন ছাত্রের অধিকার কেড়ে নিতে না পারে, কোন সহকর্র্মীর অধিকার কেড়ে নিতে না পারে, আমার চারপাশে যারা আছেন তাদের অধিকার যাতে কেড়ে নিতে না পারে তাই আমি রাজনীতি করি, দল করি।
কিভাবে আমি রাজনীতিতে জড়ালাম:
আমি ছাত্রজীবনে কোন দল করিনি এবং করতেও চাইনি। তবে আমার একটি গ্রুপ ছিল। আর তা হল ভাল কাজের জন্য, সমাজ সেবার জন্য। ১৯৮২ সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসি। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পথে। মেধা তালিকা প্রকাশ করার পরও কোন ছাত্র পাওয়া যাচেছ না। তখন একটি উন্মুক্ত ঘোষণা: যারা ভর্তি হতে ইচছুক তারা তাদের নম্বর জানতে পারবে। আমি একটি দরখাসত দিলাম। পরের দিন জানলাম আমি মেধা তালিকায় প্রথম ৫০ জনের মধ্যে আছি। আমার স্কোর ১২৪ দশমিক ৬। আমি ইংরেজী বা গণযোগাযোগ ও সাংবাদিকতায় ভর্তি হওয়ার যোগ্য। মাননীয় ডীন মহদোয় বললেন: যদিও আমি আমার পছন্দমত বিষয়ে ভর্তি হওয়ার যোগ্য তথাপি তিনি আমাকে আমার পছন্দমত বিষয়ের ফরম দিতে অপারগ । কারণ আমার পছন্দর বিষয়ের সব সিট পূরণ হয়ে গেছে। ন্যায্য পাওনা থেকে বঞ্চনার শুরু এখানেই।
প্রিয়অষ্ট্রেলিয়া.কম.এইউ এর সাইটে বাকিটা এই লিংকে
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:০৪