আমি মিরপুরের বাসিন্দা।বাসার কাছেই ক্রিকেট স্টেডিয়াম।অনেক দিন ধরে প্রতীক্ষায় আছি,আমাদের দেশে বিশ্বকাপ খেলা হবে আর আমি মাঠে গিয়ে খেলা দেখব।কিন্তু,আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল।কারন,আমি আম জনতা।
এবার আসি মূল কথায়।আমরা জানি যে,মিরপুর স্টেডিয়াম এ দর্শক ধারন ক্ষমতা প্রায় ৩৫,০০০(সিটিং সার্ভিস করার পর)। আর আয়োজক কমিটি টিকেট বিক্রি করবে মাত্র ১২,০০০(প্রথমে বলেছিল ১৫,০০০)।
বাকি ২৩,০০০ নাকি VIP দের জন্য(বিসিবি,এমপি,মন্ত্রী,স্টাফ)।
যাইহোক,১২,০০০ টিকেট বিক্রীর জন্য সারা দেশে মোট ৮০ টি ব্যাংক বুথ কাজ করবে(সিটি ব্যাংক ৫০ টি+ অগ্রনী ব্যাংক ৩০টি)।
তা হলে প্রত্যেক শাখা কয়টি টিকেট বিক্রি করবে?
১২০০০/৮০=১৫০ টি।
এখন,প্রত্যেকটি ব্যাংক এর স্টাফ + তাদের আত্মীয় স্বজন ও ছেলেমেয়েদের জন্য এখান থেকে কয়টা রাখবে আর কয়টা বিক্রী করবে---তা হিসেব করতে করতেই তো ১৫০শেষ।
তাইলে,,,,,,আমার মত আম জনতা আর কিভাবে স্টেডিয়াম গিয়ে খেলা দেখে?
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৫