কংকাল-২
ওহে কংকাল ! ওহে কংকালেরা ! জাগো।
আর কতকাল ঘুমাবে গোরস্থানের সাড়ে তিন হাত মৃত্বিকায়,
এবার জাগো, জাগো হে কংকালগোষ্ঠী-
তোমরা আবার নতুন করে বাঁচতে শেখাও
ফিরিয়ে দাও সু-সময়ের দিনকাল।
ওহে কংকাল ! ওহে কংকালেরা ! জাগো।
তোমাদের দৃপ্ত পদযাত্রায় কাল বোশোখীর তুফান ডেকে আনো,
লন্ড-ভন্ড করে দাও এক নিমিষে জগত সংসার-
তবে পৃথিবীতে নেমে আসবে আবার
সুবাসিত ভোরের নিত্য-নতুন সকাল।
ওহে কংকাল ! ওহে কংকালেরা ! জাগো।
তোমরা কী শুনছো? নাকি ঘুমিয়ে আছো এখনো?
শহরে-গ্রামে এখন আহাজারী শুধু মানবের-
সেই কবে থেকে তোমরা মনুষ্যজগত ছেড়ে পালিয়েছো-
শ্যাওলা জমানো মাটিতে, পালিয়ে থাকবে আর কতকাল।
ওহে কংকাল ! ওহে কংকালেরা ! জাগো।
প্রথম থেকে আবার পূণর্জন্ম হোক তোমাদের
তোমরা জাগলেই পুরুষের পাশাপাশি সোমত্ব নারীরাও-
জেগে উঠবে, গাইবে নতুন দিনের প্রতিবাদের গান
তোমরা তাতে সুর দেবে চিরদিন-চিরকাল।
ওহে কংকাল ! ওহে কংকালেরা ! জাগো।
জেগে ওঠো সকলেই আজ আবাল-বৃদ্ধ, বনিতার সাথে
তোমরাও কন্ঠ মিলাও, জ্বালাও- পোড়াও-
মতাবানদের মসনদ। বিভেদ ভুলে আজ শুধু প্রচারিত হোক
রাজা-প্রজা, ধনী-গরীব সব মানুষেরই রক্ত লাল।
ওহে কংকাল ! ওহে কংকালগোষ্ঠী ! জাগো-
জাগো... জাগো... জাগো...