পূর্বে প্রকাশিতের পর)২ ।অর্থনৈতিক সমৃদ্ধি এবং সভ্যতার ঐতিহ্যকে ধরে রাখার মাধ্যমে তা সম্ভব।যারা হৃদয় দিয়ে কাজ করতে পারেনা,তাদের অর্জন অন্তসারশূন্য,
উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানেরপ্রেরনা়সৃষ্টিশীলতা়উদ্যোগী মনোভাব এবং নৈতিক
নেতৃত্ববোদ সৃষ্টি করার মাধ্যমে তাদের আদর্শ হয়ে উঠা একজন শিক্ষাবিদের দ্বায়িত্ব।আজ কাল দেখা যায় ছাত্রদের মধ্যে জ্ঞানার্জনের স্পৃহা ঘাটতির পথে।দিন দিন সবাই যান্ত্রিক হয়ে যাচ্ছে।পারষ্পরিক শ্রদ্ধাবোধ লোপ পেতে চলেছে।আজ সময় এসেছে ফিরে তাকাবার।আকাশের
দিকে তাকাও আমরা একা নই,মহাকাশের দিকে তাকিয়ে দেখ কত বড়।পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ।যারা সপ্ন দেখে এবং শূধুমাত্র তাদেরকেই শ্রেষঠতা দেওয়ার চক্রান্তে লিপ্ত এই মহাবিশ্ব।
যদি এই বিশ্বকে শাসন করতে হয় তাহলে সুন্দর সুন্দর মনের মানুষ হওয়ার বিকল্প নাই ।আমি এমন কিছু মানুষের সন্ধান করি যারা সৎ সাহস ও সৎ চিন্তার দ্বারা গড়বে নিজকে গড়বে এই সমাজ ব্যাবস্হাকে।ভিন্নভাবে চিন্তা করার ও অসম্ভব জিনিষ আবিষ্কারের সাহস ও থাকতে হবে তাদের ।বন্ধু বারিয়ে দাও হাত তোমার অবহেলিত লেংড়া সমাজের বিনির্মানে।অবহেলিত হতদারিদ্র মানুষকে তোমার কােছর বন্ধুর মতো যত্ন করো দেখবে সে তোমার জন্য জান দিয়ে দেবে।মানুষ ভয় দেখিয়ে যা কিছু অজর্ন করা যায় না ভলোবসে সন্দর আচরন দিয়ে সবকিছু অর্জন করা যায়।আপনি যখানে যে অবস্হায় থাকুন না কেন আল্লাহর শূকরিয়া আদায় করুন।চলবে .।.।.।.।