কবির কলম থেমে গেছে,
দু-চার লাইন যাও লিখছে;
তাকে আর কবিতা বলা চলে না ।
প্রেয়সীর চোখ, নাক, চুল নিয়ে কবিতা লিখার সময় ফুরিয়ে গেছে,
কবির মনে শান্তি নেই ।।
দেয়ালের ওপাড়ে উৎপাতা হায়েনার হাত,
রাজ পথে বিক্ষুব্ধ জনতার পদ ধনি ।
সর্বহারার চোখের জল শুকিয়ে গেছে,
রক্ত করবী চোখ থেকে ঝরে পড়ছে-
আগ্নেয় লাভা, ক্ষোভ, ঘৃণা, প্রতিবাদ ।।
কাঠ, কয়লা পুড়িয়ে আগুন আর থেমে নেই,
দগ্ধ করছে শরীর, মন ।
যে মনে ছিল ভালবাসা,
যে শরীরে ছিল কোমল হাতের ছুঁয়া
তা হারিয়ে গেছে ।
আমার ভাইয়ের রক্তে প্রাণ পাওয়া
রক্তখেকো অশ্রের এখনও তৃষ্ণা মিটেনি !
আরো কত রক্ত চাই?
এই দেশকে কলঙ্ক মুক্ত করার জন্য প্রস্তুত
ধমনীতে বয়ে যাওয়া প্রতিটা রক্ত বিন্দু।
দেয়াল ক্রমশ সরে আসছে পিঠের অভিমুখে,
সমুখে তার-কাটার বেড়া ।
সময় এসেছে ঘুরে দাঁড়াবার,
কবির কলম থেকে ধেয়ে আসছে-
জয় বাংলা স্লোগান ।
বিকল্প ভাবনার সময় ফুরিয়ে গেছে,
কবির মনে শান্তি নেই ।।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩