১৯৭৫
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র - লাঠিয়াল
০২। শ্রেষ্ঠ পরিচালক – মিতা, চলচ্চিত্র – লাঠিয়াল
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – আনোয়ার হোসেন, চলচ্চিত্র – লাঠিয়াল
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – ববিতা, চলচ্চিত্র – বাঁদী থেকে বেগম
চলচিত্রে বিশেষ অবদানের জন্য জহির রায়হান (মরণোত্তর)
এ বছর লাঠিয়াল ৫টি, চরিত্রহীন ২টি, সুজন সখি ২টি, বাঁদী থেকে বেগম ১টি ও সাধারণ মেয়ে ১টি পুরস্কার পায়।
১৯৭৬
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – মেঘের অনেক রঙ
০২। শ্রেষ্ঠ পরিচালক – হারুনুর রশিদ, চলচ্চিত্র – মেঘের অনেক রঙ
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রাজ্জাক, চলচ্চিত্র – কি যে করি
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – ববিতা, চলচ্চিত্র – নয়নমনি
এ বছর মেঘের অনেক রঙ ৫টি, নয়নমনি ৩টি, দি রেইন ২টি, কি যে করি ১টি, গুণ্ডা ১টি ও সূর্যগ্রহণ ১টি পুরস্কার পায়।
১৯৭৭
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – বসুন্ধরা
০২। শ্রেষ্ঠ পরিচালক – সুভাষ দত্ত, চলচ্চিত্র – বসুন্ধরা
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – বুলবুল আহমেদ, চলচ্চিত্র – সীমানা পেরিয়ে
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – ববিতা, চলচ্চিত্র – বসুন্ধরা
এ বছর বসুন্ধরা ৫টি, সীমানা পেরিয়ে ৪টি, যাদুর বাঁশী ৩টি, জননী ১টি ও অনন্ত প্রেম ১টি পুরস্কার পায়।
১৯৭৮
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – গোলাপী এখন ট্রেনে
০২। শ্রেষ্ঠ পরিচালক – আমজাদ হোসেন, চলচ্চিত্র – গোলাপী এখন ট্রেনে
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – যৌথভাবে রাজ্জাক, চলচ্চিত্র – অশিক্ষিত ও বুলবুল আহমেদ, চলচ্চিত্র – বধু বিদায়
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – কবরী, চলচ্চিত্র – সারেং বৌ
এ বছর গোলাপী এখন ট্রেনে ৮টি, ডুমুরের ফুল ২টি, অশিক্ষিত ২টি, সারেং বৌ ১টি ও বধু বিদায় ১টি পুরস্কার পায়।
১৯৭৯
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – সূর্য দীঘল বাড়ী
০২। শ্রেষ্ঠ পরিচালক – যৌথভাবে মশিহ উদ্দিন সরকার ও শেখ নিয়ামত আলী, চলচ্চিত্র – সূর্য দীঘল বাড়ী
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – কাউকে পুরস্কৃত করা হয় নি
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – ডলি আনোয়ার, চলচ্চিত্র – সূর্য দীঘল বাড়ী
এ বছর সুন্দরী ৭টি, সূর্য দীঘল বাড়ী ৬টি ও আরাধনা ১টি পুরস্কার পায়।
১৯৮০
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – এমিলের গোয়েন্দা বাহিনী
০২। শ্রেষ্ঠ পরিচালক – আব্দুল্লাহ আল মামুন, চলচ্চিত্র – এখনই সময়
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – বুলবুল আহমেদ, চলচ্চিত্র – শেষ উত্তর
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শাবানা, চলচ্চিত্র – সখি তুমি কার
এ বছর এমিলের গোয়েন্দা বাহিনী ৫টি, কসাই ৪টি, ডানপিটে ছেলে ৩টি, ঘুড্ডি ২টি, এখনই সময় ১টি, শেষ উত্তর ১টি, সখি তুমি কার ১টি ও যদি জানতেম ১টি পুরস্কার পায়।
১৯৮২
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পুরস্কৃত করা হয় নি
০২। শ্রেষ্ঠ পরিচালক – মহিউদ্দীন, চলচ্চিত্র – বড় ভালো লোক ছিল
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রাজ্জাক, চলচ্চিত্র – বড় ভালো লোক ছিল
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শাবানা, চলচ্চিত্র – দুই পয়সার আলতা
এ বছর বড় ভালো লোক ছিল ৫টি, দুই পয়সার আলতা ৪টি, রজনীগন্ধা ২টি, নালিশ ১টি, মোহনা ১টি,লাল কাজল ১টি ও ল্যাথারিজম ১টি পুরস্কার পায়।
১৯৮৩
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পুরস্কার
০২। শ্রেষ্ঠ পরিচালক – কামাল আহমেদ, চলচ্চিত্র – লালু ভুলু
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – সোহেল, চলচ্চিত্র – লালু ভুলু
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শাবানা, চলচ্চিত্র – নাজমা
এ বছর পুরস্কার ৫টি, লালু ভুলু ২টি, নাজমা ১টি, নতুন বউ ১টি ও জনি ১টি পুরস্কার পায়।
১৯৮৪
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – ভাত দে
০২। শ্রেষ্ঠ পরিচালক – আমজাদ হোসেন, চলচ্চিত্র – ভাত দে
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রাজ্জাক, চলচ্চিত্র – চন্দ্রনাথ
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শাবানা, চলচ্চিত্র – ভাত দে
এ বছর ভাত দে ৭টি, চন্দ্রনাথ ৪টি, সখিনার যুদ্ধ ১টি, মহানায়ক ১টি ও আগামী ১টি পুরস্কার পায়।
১৯৮৫
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পুরস্কৃত করা হয় নি
০২। শ্রেষ্ঠ পরিচালক – শেখ নিয়ামত আলী, চলচ্চিত্র – দহন
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – আলমগীর, চলচ্চিত্র – মা ও ছেলে
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – ববিতা, চলচ্চিত্র – রামের সুমতি
এ বছর দহন ৩টি, মা ও ছেলে ৩টি, প্রেমিক ৩টি, রামের সুমতি ২টি ও তিন কন্যা ২টি পুরস্কার পায়।
১৯৮৬
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – শুভদা
০২। শ্রেষ্ঠ পরিচালক – চাষী নজরুল ইসলাম, চলচ্চিত্র – শুভদা
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – যৌথভাবে গোলাম মুস্তাফা, চলচ্চিত্র – শুভদা ও ইলিয়াছ কাঞ্চন, চলচ্চিত্র - পরিণীতা
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী –যৌথভাবে আনোয়ারা, চলচ্চিত্র – শুভদা ও অঞ্জনা, চলচ্চিত্র - পরিণীতা
এ বছর শুভদা ১২টি, পরিণীতা ৩টি, আঘাত ১টি ও মায়ের দাবী ১টি পুরস্কার পায়।
১৯৮৭
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পুরস্কৃত করা হয় নি
০২। শ্রেষ্ঠ পরিচালক – এ জে মিন্টু, চলচ্চিত্র – লালু মাস্তান
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – যৌথভাবে এটিএম শামসুজ্জামান, চলচ্চিত্র – দায়ি কে ও আলমগীর, চলচ্চিত্র - অপেক্ষা
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শাবানা, চলচ্চিত্র – অপেক্ষা
এ বছর অপেক্ষা ৪টি, দায়ি কে ৩টি, রাজলক্ষ্ণী শ্রীকান্ত ২টি, লালু মাস্তান ১টি, স্বামী-স্ত্রী ১টি ও হারানো সুর ১টি পুরস্কার পায়।
১৯৮৮
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পুরস্কৃত করা হয় নি
০২। শ্রেষ্ঠ পরিচালক – আব্দুল্লাহ আল মামুন, চলচ্চিত্র – দুই জীবন
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রাজ্জাক, চলচ্চিত্র – যোগাযোগ
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – রোজিনা, চলচ্চিত্র – জীবনধারা
এ বছর দুই জীবন ৬টি, যোগাযোগ ৩টি, হীরামতি ২টি, আগমন ২টি, জীবন ধারা ১টি, বিরাজ বৌ ১টি ও আবর্তন ১টি পুরস্কার পায়।
১৯৮৯
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পুরস্কৃত করা হয় নি
০২। শ্রেষ্ঠ পরিচালক – এ জে মিন্টু, চলচ্চিত্র – সত্য মিথ্যা
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – আলমগীর, চলচ্চিত্র – ক্ষতিপূরন
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শাবানা, চলচ্চিত্র – রাঙাভাবি
এ বছর ক্ষতিপূরন ৫টি, সত্য মিথ্যা ৪টি, ব্যথার দান ২টি, রাঙাভাবি ১টি, জ্বীনের বাদশা ১টি, ভাইজান ১টি, চেতনা ১টি, বিরহ ব্যাথা ১টি ও এ্যাকসিডেন্ট ১টি পুরস্কার পায়।
১৯৯০
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – গরীবের বউ
০২। শ্রেষ্ঠ পরিচালক – পুরস্কৃত করা হয় নি
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – আলমগীর, চলচ্চিত্র – মরণের পরে
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শাবানা, চলচ্চিত্র – মরণের পরে
এ বছর গরীবের বউ ৪টি, দোলনা ৪টি, মরণের পরে ৩টি, ছুটির ফাঁদে ৩টি, লাখে একটা ২টি, আমরা তোমাদের ভুলবনা ১টি ও বিপ্লব ১টি পুরস্কার পায়।
১৯৯১
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পদ্মা মেঘনা যমুনা
০২। শ্রেষ্ঠ পরিচালক – এ জে মিন্টু, চলচ্চিত্র – পিতা মাতা সন্তান
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – আলমগীর, চলচ্চিত্র – পিতা মাতা সন্তান
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শাবানা, চলচ্চিত্র – অচেনা
চলচিত্রে বিশেষ অবদানের জন্য জাফর ইকবাল (মরণোত্তর)
এ বছর পদ্মা মেঘনা যমুনা ৬টি, পিতা মাতা সন্তান ৫টি, অচেনা ২টি, দাঙ্গা ২টি, সান্তনা ২টি, স্ত্রীর পাওনা ১টি ও গোধুলী ১টি পুরস্কার পায়।
১৯৯২
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – শঙ্খনীল কারাগার
০২। শ্রেষ্ঠ পরিচালক – মতিন রহমান, চলচ্চিত্র – অন্ধ বিশ্বাস
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – আলমগীর, চলচ্চিত্র – অন্ধ বিশ্বাস
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – ডলি জহুর, চলচ্চিত্র – শঙ্খনীল কারাগার
চলচিত্রে বিশেষ অবদানের জন্য আব্দুল জব্বার খান (মরণোত্তর)
এ বছর ত্রাস ৫টি, শঙ্খনীল কারাগার ৪টি, অন্ধ বিশ্বাস ৩টি, উচিৎ শিক্ষা ৩টি, রাধাকৃষ্ণ ২টি, দিনকাল ১টি, ক্ষমা ১টি, বেপরোয়া ১টি, মাটির কসম ১টি ও ধূসর যাত্রা ১টি পুরস্কার পায়।
১৯৯৩
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পদ্মা নদীর মাঝি
০২। শ্রেষ্ঠ পরিচালক – এ জে মিন্টু, চলচ্চিত্র – বাংলার বধু
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রাইসুল ইসলাম আসাদ, চলচ্চিত্র – পদ্মা নদীর মাঝি
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – চম্পা, চলচ্চিত্র – পদ্মা নদীর মাঝি
চলচিত্রে বিশেষ অবদানের জন্য নাজির আহমেদ (মরণোত্তর)
এ বছর পদ্মা নদীর মাঝি ৬টি, বাংলার বধু ৪টি, চাঁদাবাজ ৪টি, অবুঝ সন্তান ২টি, মৌসুমী ১টি, অন্ধ প্রেম ১টি, একাত্তরের যীশু ১টি, ত্যাগ ১টি ও দোলা ১টি পুরস্কার পায়।
১৯৯৪
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – যৌথভাবে আগুনের পরশমনি ও দেশপ্রেমিক
০২। শ্রেষ্ঠ পরিচালক – কাজী হায়াত, চলচ্চিত্র – দেশপ্রেমিক
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – আলমগীর, চলচ্চিত্র – দেশপ্রেমিক
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – বিপাশা হায়াত, চলচ্চিত্র – আগুনের পরশমনি
চলচিত্রে বিশেষ অবদানের জন্য আশিস কুমার লৌহ (মরণোত্তর)
এ বছর আগুনের পরশমনি ৮টি, দেশপ্রেমিক ৪টি, অন্তরে অন্তরে ২টি, হৃদয় থেকে হৃদয় ২টি, আজকের প্রতিবাদ ১টি, ঘৃণা ১টি, ঘরের শত্রু ১টি, কমান্ডার ১টি, ঘাতক ১টি ও ঠিকানা ১টি পুরস্কার পায়।
১৯৯৫
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – অন্য জীবন
০২। শ্রেষ্ঠ পরিচালক – শেখ নিয়ামত আলী, চলচ্চিত্র – অন্য জীবন
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রাইসুল ইসলাম আসাদ, চলচ্চিত্র – অন্য জীবন
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – চম্পা, চলচ্চিত্র – অন্য জীবন
এ বছর অন্য জীবন ১০টি, নদীর নাম মধুমতি ৩টি ও লাভস্টোরি ১টি পুরস্কার পায়।
১৯৯৬
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পোকা মাকড়ের ঘর বসতি
০২। শ্রেষ্ঠ পরিচালক – আখতার হোসেন, চলচ্চিত্র – পোকা মাকড়ের ঘর বসতি
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – সোহেল রানা, চলচ্চিত্র – অজান্তে
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শাবনাজ, চলচ্চিত্র – নির্মম
এ বছর অজান্তে ৫টি, পোকা মাকড়ের ঘর বসতি ৪টি, দ্বিপু নাম্বার টু ২টি, নির্মম ১টি ও কবুল ১টি পুরস্কার পায়।
১৯৯৭
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – দুখাই
০২। শ্রেষ্ঠ পরিচালক – চাষী নজরুল ইসলাম, চলচ্চিত্র – হাঙর নদী গ্রেনেড
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রাইসুল ইসলাম আসাদ, চলচ্চিত্র – দুখাই
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – সূচরিতা, চলচ্চিত্র – হাঙর নদী গ্রেনেড
এ বছর দুখাই ৯টি, হাঙর নদী গ্রেনেড ৩টি, এখনো অনেক রাত ২টি ও জীবন ও অভিনয় ১টি পুরস্কার পায়।
১৯৯৮
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পুরস্কৃত করা হয় নি
০২। শ্রেষ্ঠ পরিচালক – পুরস্কৃত করা হয় নি
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – ফেরদৌস, চলচ্চিত্র – হঠাৎ বৃষ্টি
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – পুরস্কৃত করা হয় নি
এ বছর হঠাৎ বৃষ্টি ২টি পুরস্কার পায়।
১৯৯৯
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – চিত্রা নদীর পাড়ে
০২। শ্রেষ্ঠ পরিচালক – তানভীর মোকাম্মেল, চলচ্চিত্র – চিত্রা নদীর পাড়ে
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – জাহিদ হাসান, চলচ্চিত্র – শ্রাবন মেঘের দিন
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শামসুন নাহার শিমলা, চলচ্চিত্র – ম্যাডাম ফুলি
এ বছর চিত্রা নদীর পাড়ে ৭টি, শ্রাবন মেঘের দিন ৭টি, ম্যাডাম ফুল ২টি, আম্মাজান ১টি ও বাঘের থাবা ১টি পুরস্কার পায়।
২০০০
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – কীত্তনখোলা
০২। শ্রেষ্ঠ পরিচালক – আবু সাইয়েদ, চলচ্চিত্র – কীত্তনখোলা
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রিয়াজ আহমেদ, চলচ্চিত্র – দুই দুয়ারী
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – গুলশান আরা চম্পা, চলচ্চিত্র – উত্তরের ক্ষেপ
২০০১
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – লালসালু
০২। শ্রেষ্ঠ পরিচালক – তানভীর মোকাম্মেল, চলচ্চিত্র – লালসালু
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রাইসুল ইসলাম আসাদ, চলচ্চিত্র – লালসালু
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – আরিফা পারভিন জামান মৌসুমী, চলচ্চিত্র – মেঘলা আকাশ
২০০২
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – হাছন রাজা
০২। শ্রেষ্ঠ পরিচালক – কাজী হায়াত, চলচ্চিত্র – ইতিহাস
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – কাজী মারুফ, চলচ্চিত্র – ইতিহাস
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – পুরস্কৃত করা হয় নি
এ বছর হাছন রাজা ৭টি, ইতিহাস ৩টি, মাটির ময়না ৩টি, লাল দরিয়া ৩টি ও জুয়াড়ি ১টি পুরস্কার পায়।
২০০৩
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – পুরস্কৃত করা হয় নি
০২। শ্রেষ্ঠ পরিচালক – পুরস্কৃত করা হয় নি
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – মান্না, চলচ্চিত্র – বীর সৈনিক
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – পপি, চলচ্চিত্র - কারাগার
এ বছর কখনো মেঘ কখনো বৃষ্টি ৩টি, বীর সৈনিক ২টি, সাহসী মানুষ চাই ২টি, আধিয়ার ২টি, অন্ধকার ১টি, বউ শাশুড়ির যুদ্ধ ১টি ও কারাগার ১টি পুরস্কার পায়।
২০০৪
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – জয়যাত্রা
০২। শ্রেষ্ঠ পরিচালক – তৌকির আহমেদ, চলচ্চিত্র – জয়যাত্রা
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – হুমায়ুন ফরিদী, চলচ্চিত্র – মাতৃত্ব
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – অপি করিম, চলচ্চিত্র - ব্যাচেলর
এ বছর জয়যাত্রা ৭টি, শঙ্খনাদ ২টি, মাতৃত্ব ১টি, মেঘের পর মেঘ ১টি, লালন ১টি, দূরত্ব ১টি, এক খন্ড জমি ১টি ও ব্যাচেলর ১টি পুরস্কার পায়।
২০০৫
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – হাজার বছর ধরে
০২। শ্রেষ্ঠ পরিচালক – কোহিনূর আক্তার সূচন্দা, চলচ্চিত্র – হাজার বছর ধরে
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – মাহফুজ আহমেদ, চলচ্চিত্র – লাল সবুজ
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – শাবনুর, চলচ্চিত্র – দুই নয়নের আলো
এ বছর হাজার বছর ধরে ৬টি, দুই নয়নের আলো ৩টি, শাস্তি ২টি, লাল সবুজ ১টি ও টাকা ১টি পুরস্কার পায়।
২০০৬
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – ঘানি
০২। শ্রেষ্ঠ পরিচালক – কাজী মোরশেদ, চলচ্চিত্র – ঘানি
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – আরমান পারভেজ মুরাদ, চলচ্চিত্র – ঘানি
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – নাজনিন হাসান চুমকি, চলচ্চিত্র – ঘানি
এ বছর ঘানি ১২টি, রানী কুঠির বাকি ইতিহাস ২টি ও কাবুলিওয়ালা ১টি পুরস্কার পায়।
২০০৭
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – দারুচিনি দ্বীপ
০২। শ্রেষ্ঠ পরিচালক – এনামুল করিম নির্ঝর, চলচ্চিত্র – আহা
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রিয়াজ আহমেদ, চলচ্চিত্র – দারুচিনি দ্বীপ
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – জাকিয়া বারি মম, চলচ্চিত্র – দারুচিনি দ্বীপ
এ বছর দারুচিনি দ্বীপ ৭টি, আহা ৪টি ও সাজঘর ৩টি পুরস্কার পায়।
২০০৮
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – চন্দ্রগ্রহণ
০২। শ্রেষ্ঠ পরিচালক – মুরাদ পারভেজ, চলচ্চিত্র – চন্দ্রগ্রহণ
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – রিয়াজ আহমেদ, চলচ্চিত্র – কি যাদু করিলা
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – পপি, চলচ্চিত্র – মেঘের কোলে রোদ
২০০৯
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – মনপুরা
০২। শ্রেষ্ঠ পরিচালক – সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, চলচ্চিত্র – গঙ্গাযাত্রা
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – যৌথভাবে চঞ্চল চৌধুরী, চলচ্চিত্র – মনপুরা ও ফেরদৌস, চলচ্চিত্র – গঙ্গাযাত্রা
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – সাদিকা পারভিন পপি, চলচ্চিত্র – গঙ্গাযাত্রা
২০১০
০১। শ্রেষ্ঠ চলচ্চিত্র – গহীনে শব্দ
০২। শ্রেষ্ঠ পরিচালক – খালিদ মাহমুদ মিঠু, চলচ্চিত্র – গহীনে শব্দ
০৩। শ্রেষ্ঠ অভিনেতা – শাকিব খান, চলচ্চিত্র – ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
০৪। শ্রেষ্ঠ অভিনেত্রী – পূর্ণিমা, চলচ্চিত্র – ওরা আমাকে ভালো হতে দিলো না
উল্লেখ্য, আজীবন সম্মাননা পেয়েছেন আনোয়ার হোসেন।
সূত্র : জাতীয় চলচ্চিত্র আর্কাইভ,তথ্য মন্ত্রণালয়, বিডিনিউজ২৪ ডট কম ও দৈনিক প্রথম আলো।