ছোট কালে আমার আব্বুকে দেখেছি দৃঢ় সংকল্প করতে ও সংকল্প বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞরুপে। এটি আমার মাঝে সরাসরি প্রভাব রেখেছে। আমার ও একটা প্রতিজ্ঞা ছিল পড়ালেখা করার সময় ছেলে নিয়ে সময় নষ্ট করব না। এটা কিছুটা ধর্মীয় কারনে কিছুটা পড়ুয়া হওয়ার কারনে।
ডাক্তারী পাশ করেছি । শিকদার থেকে এম.এস.সি। ভাগ্যক্রমে ও পরিশ্রমের বদৌলতে চাকরি পেয়েছি একটা ক্লিনিকে। ভালই আছি।
বন্ধুরা সব ব্যস্ত নিজেদের ক্যরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সোনালী বিকেল গুলো ও হারিয়ে যাবে মনে হয় অল্প দিন পর। সবাই আমাকে দেখলে জিজ্ঞেস করে বিয়ে কবে খাওয়াচ্ছি।
আমি ধীরে ধীরে ছেলেদের প্রতি আগ্রহী হয়ে উঠছি। মনে হচ্ছে মনের কোনে লুকায়িত ছিল ছেলের ভালবাসার প্রতি একটি টান। ব্যস্ততা আমাকে গ্রাস করেছিল তাই টের পায়নি।
আমি লক্ষ্য করলাম ছেলের পৌরুষে আমার জন্ম । আর আব্বুর ঘরে আমার বেড়ে উঠা। আমি আর ও লক্ষ্য করলাম সামান্য বিরতীর পর আবার বাসর দিয়ে শুরু হবে আমার পুরুষের ঘরে যাওয়া আর সেখান থেকে পরকালে।
চঞ্চল কিশোরী জীবনের দুরন্তপনা ,তারুন্য বাদ দিলে যৌবনে সবাই পুরুষের ভালবাসার প্রতি আগ্রহী হয় সবাই। আমি ও আগ্রহী হয়ে উঠছি। কিন্তু পাত্র কেমন হলে ভাল হয়????
আমি ঠিক করেছি---->>>>>
১. যে অন্যায় করে না (অসৎ হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও সৎ)
২. ভাল জায়গায় জব করে( ব্যাংকের এটিএম প্রডাকশন প্রকৌশলী হলে ভাল হয়)
৩। অনেক টাকা আছে(ভুড়িও ও মাথায় টাক থাকলেও সমস্যা নেই)
আমি আসলে ঠিক চিন্তা করতে পেরেছি কি?
আমি মনে করি ব্লগে অনেক বিজ্ঞজনেরা আছেন । একটু পরামর্শ প্লিজ!!!!!!!!!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১৬