এরশাদকে নিয়ে কি লিখবো, ১৯৯০ পরবর্তী স্বপ্নভংগের জন্য তো জলপাই রংগের পোশাকের বন্দুকধারীরা নয়, বরং ফিনফিনে পান্জাবী, কালো হাতকাটা কোটঅলা কিম্বা ক্রিমকালারের সাফারী স্যুট অলারাই দায়ী। রু্দ্রকবি বাংলাদেশের সিভিল রাজনীতিকদের সম্পর্কেই তো করেছেন সেই অমোঘ সত্যভাষন: "বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
রাজনীতিকের ধমনী শিরায় সুবিধাবাদের পাপ
বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
বুদ্ধিজীবীর রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ
বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
জাতির তরুন রক্তে পুষেছে নির্বীর্যের সাপ-
উদোম জীবন উল্টে রয়েছে মাঠে কাছিমের মতো।
পুরো কবিতাটি ফিরে পড়ার লিংক এখানে: Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৯ রাত ৯:১১