একটা ইঁদুর এবং একটা বিড়াল এর কাহিনী:
আপনারা নিশ্চই জানেন ইঁদুর ঘরের চিপাচাপায় অনায়াসেই ঢুকে যেতে পারে, যেটা বিড়াল পারে না। এটা অবশ্যই জানেন যে ইঁদুর এবং বিড়াল চিরকালের শত্রুতা। তো একদিন ইঁদুর টা এক চিপায় বসে আছে এবং বিড়ালটা দূর থেকে ইঁদুরটাকে ফলো করছে। কিন্তু কোন মতেই বাগে আনতে পারছে না। তখন বিড়াল টা ইঁদুরটাকে বলছে:
"আজকে যেভাবেই হোক তোকে আমি খাবই, তুই অনেক দিন ধরে আমার চোখে ধূলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, আজকে তোর আর রক্ষা নাই।"
এই বলে বিড়ালটা ইঁদুরটাকে ধাওয়া শুরু করল, ইঁদুর ও কম সেয়ানা না, সেও যত চিপাচাপা আছে পালিয়ে পালিয়ে নিজেকে বাচানোর চেষ্টা করে যাচ্ছে। এ এক হুলস্হুল ব্যাপার। বিড়াল অনেক চেষ্টা করেও কোন মতেই ইঁদুরকে ধরতে পারছে না। আর এ দিকে ইঁদুর ও নিজেকে বাচানোর জন্য যত রকমের কায়দা সে জানতো, সবই প্রয়োগ করতে থাকলো।
অনেকক্ষন ছুটোছুটির পর বিড়াল, ইঁদুর দুই জনেই খুব ক্লান্ত, বিড়াল ও ছুটতে পারছে না, ইঁদুর ও না। হাপাতে হাপাতে ইঁদুরকে বিড়াল প্রশ্ন করল:
"আচ্ছা, তুই আমাকে বল, আমি তোর থেকে সাইজে বড়, তোর থেকে আমার দৌড়ানোর বেগ বেশি, আমি তোর থেকে বড় বড় স্টেপ ফেলে দৌড়াইয়াও তোকে আজকে ধরতে পারলাম না কেন? এমনিতে তো কোন ইঁদুর ধরতে আমার এত কষ্ট করতে হ্য় না, কিন্তু আজকে প্রানপণ চেষ্টা করেও কেন তোকে ধরতে পারলাম না?"
ইঁদুরটা হাপাতে হাপাতে উত্তর দিল:
"আজকে আমি আগে থেকেই জেনে গেছি যে ধরা পড়লেই আমার জীবন শেষ। তাই আমার চেষ্টাটা ছিল জীবন বাঁচানোর জন্য, আর আপনের চেষ্টা ছিল শুধু একটা বাজি জিতার আর জীন বাচাঁনোর যে কেউ তার শ্রেষ্ঠ চেষ্টা করে, আমিও তাই করেছি, শুধু নিজের জীবন বাঁচানোর জন্য।"
যদি কেউ পারেন তো ইঁদুরের থেকে শিখে নিবেন, না পারলে অসুবিধা নাই, আমাকে বলবেন, আমি শিখায় দিবোনে।